মুলাদীতে স্লাইপারযুক্ত অত্যাধুনিক এয়ারগানসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সফিপুর ইউনিয়নের সফিপুর গ্রামের জয়ন্তী নদীর চরে ট্রলার ঘাট এলাকা থেকে মাইনুল হক, সজিব সরকার, শাহারিয়ার রশিদ খান ওরফে জুয়েলকে গ্রেপ্তার করে। মুলাদী থানার এসআই জিএম আনিসুজ্জামান জানান ২৪ জানুয়ারি গৌরনদী উপজেলার টরকী বন্দরের সাইদুল হকের ছেলে মাইনুল হক, ময়মনসিংহ জেলার তাড়াকান্দা উপজেলার কুতুব উদ্দীন সরকারের ছেলে সজিব সরকার এবং পিরোজপুর সদর উপজেলার হুলারহাট এলাকার হারুন অর রশিদ খানের ছেলে শাহরিয়ার রশিদ খান ওরফে জুয়েল একটি এয়ারগান ও পশুপাখি-গাছপালা সংবলিত বিশেষ পোশাক পরে জয়ন্তী নদীর পাড়ে অবস্থান নেয়। এতে স্থানীয়দের মনে সন্দেহ হলে তারা মুলাদী থানায় সংবাদ দেয়। থানা পুলিশ বোয়ালিয়া ফাঁড়ি পুলিশের সহায়তায় এয়ারগানসহ তিন যুবককে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাবাদ করেন। ওই তিন যুবক সন্তোষজনক জবাব না দিয়ে এলোমেলো তথ্য প্রদান করায় এবং সাথে থাকা এয়ারগানের লাইসেন্স কিংবা অন্য কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারায় পুলিশ এয়ারগানসহ তাদেরকে জেল-হাজতে প্রেরণ করেন। এ ঘটনায় মুলাদী থানার এসআই জিএম আনিসুজ্জামান বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দীন মৃধা জানান ভিন্ন ভিন্ন এলাকার তিন যুবক অত্যাধুনিক এয়ারগান ও বিশেষ পোশাক পরিধান করায় তাদেরকে গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে।