কোম্পানীগঞ্জে মাদ্রাসার ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষন। কোম্পানীগঞ্জ থানা পুলিশ ধর্ষক কে গ্রেপ্তার করেছে। উপজেলার রামপুর ইউনিয়নে বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসার ছাত্রীকে (১৮) ধর্ষনের অভিযোগে মনিরুল ইসলাম তারেক (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে গ্রেফতারকৃত মনিরুল ইসলাম তারেক কে আদালতের মাধ্যমে কারাগারে এবং মাদ্রাসার ছাত্রীর জবানবন্দি রেকর্ড করে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত তারেক রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওয়াতী ভূঁইয়া বাড়ীর নজরুল ইসলাম প্রকাশ খান সাহেবের ছেলে।
ধর্ষনের স্বীকার মাদ্রাসার ছাত্রীর মা অজিবা খাতুন বাদী হয়ে শুক্রবার রাত সাড়ে ১০টায় মনিরুল ইসলাম তারেক (১৮) ও তার সহযোগী চরকাঁকড়া ইউনিয়নের আহছান উল্যার ছেলে নাহিদ (১৯) সহ অজ্ঞাত ৩-৪জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ১০, তারিখ-২৪/০১/২০২০ইং)।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বামনী আছিরিয়া ফাযিল মাদ্রাসার ফাজিল প্রথম বর্ষে অধ্যয়নরত ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক ছিল তারেকের। গত বৃহস্পতিবার ওই মাদ্রাসার ছাত্রীর নানার বাড়ি থেকে নিজবাড়ীতে আসার সময় বিয়ের প্রলোভন দেখিয়ে জোর করে তুলে ফেনীর একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃআরিফুল রহমান জানান, মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলার প্রধান আসামি তারেক কে গ্রেপ্তার করা হয়। মামলার অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরো জানান, তারেক কে আদালতের মাধ্যমে কারাগারে এবং ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ড করে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।