বার বার চট্টগ্রামে কোকেন ধরা পড়ছে। কিন্তু এটি চালানের নায়করা আড়ালেই থেকে যাচ্ছেন। সহজেই পরিচয় মিলছেনা তাদের। এখন সাধারণ মানুষের প্রশ্ন কোকেন চালানের নায়ক কারা, তারা কি ধরা পড়বেন না? তবে চট্টগ্রামে টাইগারপাসে আটক কোকেন চালানের সাথে জড়িত দুই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। এরা কোকেন ব্যবসার হোতা বলে দাবি করছেন আইনশৃঙ্খলা বাহিনী। আবার হালিশহরের বড়পোলে আটক যুবক আনোয়ার হোসেনের কোকেন চালানের সাথে কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে পুলিশ দাবি করছেন। কিন্তু যুবকটি আটকের পর র্যাব দাবি করেছিল আটক যুবক কোকেন পাচারের সাথে জড়িত। এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বিভিন্ন মহলে।
একাধিক সূত্রে জানাগেছে, র্যাব-৭ গত ১৫ জানুয়ারি টাইগারপাস পলোগ্রাউন্ড এলাকায় বখতেয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৮শ’২০ গ্রাম কোকেনসহ আটক করেন। এরআগে গত ২৫ নভেম্বর হালিশহর বড়পোল থেকে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির কাছ থেকে এক কেজি কোকেন উদ্ধার করেন র্যাব সদস্যরা। ওই জব্দ কোকেনের মূল্য একত্রিশ কোটি টাকা। ওই দুই ঘটনায় কোতোয়ালী ও হালিশহরে আলাদা দুটি মামলা দায়ের করা হয়। এরমধ্যে পলোগ্রাউন্ডে কোকেন আটকের ঘটনায় র্যাব-৭ চান্দগাঁও জোনের এএসপি কাজী মো. তারেক আজিজ সাংবাদিকদের বলেন, কোকেনের চালানটি চট্টগ্রামের বাইরে ঢাকার কোনো একটি জায়গায় যাওয়ার কথা ছিল। আটক বখতিয়ারকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ দুইজন ব্যক্তির নাম উঠে এসেছে। তারাই কোকেন ব্যবসার মূল হোতা। তাদের বিস্তারিত পরিচয়ও পাওয়া গেছে। তবে তারা বর্তমানে পলাতক রয়েছে। তাদেরকে আটকের চেষ্টা চলছে। র্যাবের দাবি- কোকেন ব্যবসার সাথে জড়িত ওই দুই ব্যবসায়ী আগ্রাবাদ হাজীপাড়া এলাকার বাসিন্দা। চট্টগ্রাম থেকে কোকেনের চালান তাদের হাত বদল হয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় যাচ্ছে। এরাই মূলত: ব্যবসায়ী। তদন্তে আটক বখতেয়ার ও হাজীপাড়ার দুই ব্যক্তির পাশাপাশি আরও দু’জনের নাম পাওয়া গেছে। এদের মধ্যে একজনের বাড়ি চকরিয়া এলাকায়। তাদেরও শনাক্তের চেষ্টা চলছে। কিন্তু তাদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানাতে চায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
সূত্র জানায়, চট্টগ্রামে কিছু ভদ্রবেশি ব্যবসায়ী কোকেন ব্যবসার সাথে জড়িত রয়েছে। এটা এখন পরিস্কার বুঝা যাচ্ছে। তাছাড়া চট্টগ্রামেও কোকেন আসক্ত মানুষও রয়েছে। যারা এখনো চিহ্নিত হয়নি। ওদিকে পুলিশ জানায়, হালিশহরে ১৬ কোটি টাকার কোকেন নিয়ে আটক যুবক আনোয়ারের সাথে ওই চালানের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। এর উৎসের ব্যাপারেও কিছুই জানা যায়নি। পুলিশ শিগগিরই ওই ঘটনায় তদন্ত প্রতিবেদন তৈরির কাজ শেষ করবেন। কোকেনের আলামত পরীক্ষার জন্য সিআইডি ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ওই রিপোর্ট হাতে পেলেই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। গত ৪ ডিসেম্বর আনোয়ার হোসেনকে (৩৭) গ্রেপ্তার করা হয়। এরপর তাকে পুলিশ তিনদিনের রিমান্ডে নেয়। কিন্তু শুরু থেকেই অভিযুক্ত ব্যক্তি চালানটির সাথে নিজে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন। এরআগেও চট্টগ্রাম থেকেই কয়েক দফা কোকেনের চালান আটক করা হয়েছিল। কিন্তু ঘটনায় জড়িত মূল নায়কেরা আড়ালেই থেকে যাচ্ছেন বার বার। চট্টগ্রামে কোকেনের সবচেয়ে বড় চালানটি আটক হয়েছে ২০১৫ সালের মাঝামাঝিতে। চট্টগ্রাম বন্দরে কন্টেনারে আসা ১০৭ ড্রাম সূর্যমুখী ভোজ্যতেলের চালানে তরল কোকেন ধরা পড়ে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক মাদক কারবারীরা চট্টগ্রামকে নিরাপদ ট্রানজিট হিসেবে বেছে নিয়েছে। এজন্য বার বার এখানে কোকেনসহ অন্যান্য মাদক ধরা পড়ছে।