মুন্সীগঞ্জ গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মেহেদী হাসানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সহপাঠীরা।
আজ (শনিবার) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী স্থায়ী এই মানববন্ধন আহত শিক্ষার্থীর স্বজন ও সহপাঠীরা অংশ গ্রহণ করে। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসানের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক উপযুক্ত বিচার দাবী করেন।
উল্লেখ, গত ২০ জানুয়ারি বিকাশের দোকান থেকে জাল টাকা দেওয়ায় প্রতিবাদ করার সন্ত্রাসীদের হামলায় আহত হয় গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান।