পঞ্চগড়ের বোদা উপজেলার কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা, নাট্যজন, ক্রীড়াবিদ ও সাবেক ব্যাংকার ফখরুল ইসলাম মানিক এর স্মরণ সভা গত শুক্রবার সন্ধ্যায় সূচনা সমাজ উন্নয়ন সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয়। বোদা একুশ স্মৃতি পাঠাগার এ শোক সভা আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বোদা মহিলা কলেজের পরিচালনা পরিষদ এর সভাপতি, বীরমুক্তিযোদ্ধা বর্ষিয়ান রাজনীতিবীদ আব্দুর রউফ। নীলফামারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মণিশংকর দাশ গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, প্রবীন রাজনীতিবীদ ও সাবেক ইউ’পি চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম মন্টু, বোদা সরকারি পাথরাজ কলেজের সহকারী অধ্যাপক প্রবীর চন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজার রহমান, বীরমুক্তিযোদ্ধা ইউনুস খোকা, জাসদ নেতা এমরান আল আমিন, একুশ স্মৃতি পাঠাগারের সভাপতি শেখ আবুল হোসেন শিলন সহ সাংবাদিক, স্থানীয় ক্রীড়া ও সাংস্কৃতিককর্মী গণ। শোকসভা শেষে ফখরুল ইসলাম মানিকের বিদেহী আত্মার শান্তির জন্য দোওয়া কামনা করা হয়।
শোক সভায় বক্তারা বলেন, ফখরুল ইসলাম মানিক ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জাতিকে যেমন ঋনী করে গেছেন, তেমনি বোদার ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতির অঙ্গনে অবদান রেখে বোদার মানুষকেও কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে গেছেন। তার এ অসাম্মান অবদান যেমন স্মরণীয়, তেমনি নতুন প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে।