কুড়িগ্রামের রাজিবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫৭ বস্তা ভারতীয় সুপারি জব্দ করেছে। বালিয়ামারী সীমান্ত ফাড়িঁ বিজিবি কর্তৃক জানা গেছে,বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোর রাতে ভারতীয় সুপারির বস্তা গুলো জব্দ করা হয়। বালিয়ামারী বিজিবি কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে জালচিড়া বাঁধ থেকে ২৩ বস্তা ভারতীয় সুপারি এবং শুক্রবার ভোর রাতে রাজিবপুর স্যালোঘাট থেকে ১৩৪বস্তা ভারতীয় সুপারির বস্তা জব্দ করা হয়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সুপারির বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ভারতীয় সুপারির বস্তা গুলো জব্দ করে রৌমারী শুল্ক অফিসে জমা দেওয়া হয়। যার আনুমানিক মূল্য ১০ লক্ষাধিক টাকা। শুল্ক কর্মকর্তা জানান,মালামাল গুলো রোববার নিলামে দেওয়া হবে। উল্লেখ্য ভারতীয় সুপারি গুলো বর্ডার হাট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। মালামাল গুলো ৫ কিলোমিটারের মধ্যে বেচা-কেনার কথা থাকলেও ব্যবসায়ীরা তা না করে, রাতের আঁধারে কখনও আইন প্রয়োগকারী সংস্থাকে ম্যানেজ করে, আবার কখনও তাদের চোখ ফাকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করে থাকে বেশি মুনাফা পাওয়ার জন্য । ফলে দিন দিন বর্ডার হাটে মালামাল আদান প্রদান নিয়ে বিজিবি,পুলিশ ও শুল্ক কর্মকর্তার সাথে বাগবিতন্ড লেগেই আছে।