শ্রীমঙ্গলে বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের মতো শ্রীমঙ্গলেও একযোগে সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহন চলে। শ্রীমঙ্গলের ২১ টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি দাখিল মাদ্রাসায় এ নির্বাচন অনু্িষ্ঠত হয়। তবে ভোটগ্রহন ছিল শান্তিপুর্ন।
শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কেবিনেট নির্বাচনের স্কুল সমন্বয়কারী মো.জহির আলী জানান, স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের মাধ্যমে শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা, গণতান্ত্রিক মুল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন, একে অপরকে সহযোগিতা করা, শতভাগ শিক্ষার্থী ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা, পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিতসহ ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচনের উদ্দ্যেশ্য।
জানা গেছে, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে আট সদস্যের স্টুডেন্টস কেবিনেট। ষষ্ঠ থেকে দশম শ্রেণির যেকোনো ছাত্রছাত্রী নির্বাচনে প্রার্থী হয়ে ছাত্রদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। প্রতি শ্রেণি থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবে। পাঁচ শ্রেণিতে পাঁচজন নির্বাচনের পর তাদের মধ্য হতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত তিনজন নির্বাচিত হবে।
বিধান অনুসারে নির্বাচনি প্রচারের জন্য কোনো রকম ছাপানো পোস্টার, ফেস্টুন, লিফলেট ব্যবহার ও দেয়াল লিখন করা হয় নাই । তবে শিক্ষার্থীদের হাতে লেখা পোস্টার, ফেস্টুন, লিফলেট ব্যবহার করা হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য শিক্ষার্থীদের নিয়েই তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে।
প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী শিক্ষকরা দশম শ্রেণির একজন শিক্ষার্থীকে প্রধান নির্বাচন কমিশনার এবং অষ্টম ও নবম শ্রেণির একজন করে দুজন শিক্ষার্থীকে নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করেছেন। নির্বাচন ও এ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠান প্রধান প্রয়োজনে একজন সহকারী শিক্ষককে সমন্বয়কারী হিসেবে নিয়োগ দিয়েছেন। এসবই হয়েছে বিধি অনুযায়ী। প্রয়োজনীয়সংখ্যক ভোটকক্ষ স্থাপন করে গোপনীয়তার সঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচিত প্রতিনিধিদের আটটি কার্যক্রম দেখভালের দায়িত্ব দেওয়া হবে। সেগুলো হলো- পরিবেশ সংরক্ষণ (বিদ্যালয়, আঙিনা ও টয়লেট পরিষ্কার এবং বর্জ ব্যবস্থাপনা); পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি এবং সহপাঠ কার্যক্রম; পানি সম্পদ; বৃক্ষ রোপণ ও বাগান তৈরি; দিবস ও অনুষ্ঠান উদযাপন এবং অভ্যর্থনা ও আপ্যায়ন; আইসিটি। এ কেবিনেট মাসে কমপক্ষে একবার করে সভা করবে। । ছয় মাস পরপর সাধারণ ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে সাধারণ সভা করবে।
শিক্ষা গ্রহণের পাশাপাশি শিশুকাল থেকেই গণতন্ত্রের চর্চা, সহনশীলতা ও মূল্যবোধ তৈরির উদ্দেশ্যেই সরাসরি নির্বাচনের মাধ্যমে ‘স্টুডেন্টস কেবিনেট’ গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। ভবিষ্যতে তারাই এ দেশ গড়ে তুলবে, পরিচালনা করবে। এজন্য তাদের এখন থেকেই গণতান্ত্রিক মূল্যবোধ, অন্যের মতের প্রতি সহনশীলতা চর্চার প্রয়োজন রয়েছে।