শুক্রবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজারহাট ফাজিল (ডিগ্রী) মাদরাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা সভাপতি তাসভীর-উল-ইসলাম। উপজেলা বিএনপির সভাপতি মো.আনিছুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুর রহমান রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ ও সাংবাদিক হাসিবুর রহমান হাসিব প্রমূখ। দ্বিতীয় অধিবেশনে উপজেলার ৭ইউনিয়নের কাউন্সিলারদের ভোটে সভাপতি পদে মো. আনিছুর রহমান, সিনিয়র সহসভাপতি এ্যাড: মো. শফিকুল ইসলাম, ১ নং যুগ্ন সাধারণ সম্পাদক পদে মো. আব্দুস সামাদ সরকার ধনী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. শহিদুল ইসলাম ব্যাপারী নির্বাচিত হন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সাধারণ সম্পাদক পদে মো. সহিদুল ইসলাম মনোনিত হয়েছেন।