কিশোরগঞ্জের অনলাইনভিত্তিক অরাজনৈতিক পাবলিক গ্রুপ ‘মাইজখাপন ইউনিয়ন গ্রুপ’এর পক্ষ থেতে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার জেলা সদরের মাইজখাপন ইউনিয়নের কবি চন্দ্রাতী মুক্তমঞ্চে আয়োজিত কম্বল বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন ‘মাইজখাপন ইউনিয়ন গ্রুপ এর প্রধান উপদেষ্টা সাংবাদিক ও লেখক আমিনুল হক সাদী। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ‘মাইজখাপন ইউনিয়ন গ্রুপ’এর সিনিয়র এডমিন কবির বকুল, এডমিন আরিশা ইসলাম, জেবি বোরহান, জনি রাজ,শাহীন আহমেদ, মডারেটর তৌহিদ চৌধুরী, মোঃ ফারুক ইসলাম, রাব্বি আহমেদ, সিরাতুল ইসলাম মানিক, হেলাল চৌধুরী, মিজানুর রহমান মামুন, নজরুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে ‘মাইজখাপন ইউনিয়ন গ্রুপ’এর উদ্যোগে শতাধিক শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ‘মাইজখাপন ইউনিয়ন গ্রুপ’এর চীফ এডমিন ও পরিচালক মোঃ শাসুম কবির শাওন জানান, প্রবাসে থাকলেও মন চলে যায় দেশের মানুৃষের জন্য। বিশেষ করে মাইজখাপনবাসীর জন্য আমার টান একটু বেশিই। যে মাটিতে আমার কেটেছে শৈশব কৈশর। সে এলাকার শীতার্তদের জন্য বন্ধুদের সহযোগিতায় কম্বল বিতরণ করতে পেরে প্রবাস জীবনে কিছুটা হলেও শান্তি পাচ্ছি। সবাই দোয়া করবেন যেন আজীবন মানুষের পাশে থেকে সেবা করে যেতে পারি।