ভোর হতেই যে মানুষটির সংবাদপত্র নিয়ে ছুটে চলা, মান্ধাতার আমলের সেই জীর্ণদশা বাইসাইকেল হাকিয়ে শহর থেকে সুদুর গ্রামাঞ্চলের বাজার গুলিতে। লক্ষ তার গ্রাহকদের ব্যবসা প্রতিষ্ঠানে বাড়িতে অফিসে সংবাদপত্র পৌঁছে দেয়া। দীর্ঘ ২৫টি বছর তিনি এ কাজটিই করছেন। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের সকলের অতি পরিচিত মানুষটি হচ্ছেন সমির দাস (৩৭)। যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা ছিল, ছিল ঝলমলে হাসিতে সহপাটিদের সাথে হৈ হুল্লোর করার সময়। সে সময়ই সংসারের হাল ধরতে নাম লেখান সংবাদপত্র বিলিকারীর খাতায়। বর্তমানে বিবাহিত জীবনে এক ছেলে, এক মেয়ের জনক সমির দাস। স্বল্প আয় হলেও স্ত্রী সন্তান পরিজন নিয়ে ভালই চলছিলো তার সংসার। বছর খানেক আগে সমির দাসের স্ত্রী মমতা রাণী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় ডাক্তার দেখান। ওষুধ খেলে ভাল থাকেন। ওষুধ বন্ধ করলে আবার পূর্বের অবস্থা। একেরপর এক ডাক্তার পরিবর্তন করেন তিনি। কোন কিছুতেই কাজ হয় না। এতে প্রচুর টাকা খরচ হয়ে যায়। সংসারে নেমে আসে অভাব। শেষ পর্যন্ত অভাব অনাটনের ভিতরেও তিনি স্ত্রী মমতা রাণীকে বিষেজ্ঞ ডাক্তারকে দেখান।
সংবাদপত্র বিলিকারী সমির দাস এ প্রতিবেদককে বলেন- ডাক্তার বলেছেন স্ত্রী মমতা’র পেটে টিউমার ও পিত্তথলিতে পাথর রয়েছে। এছাড়া খাদ্য নালিতে টিউমার রয়েছে সাথে আছে এ্যাজমার সমস্যা। দ্রুত অপারেশন প্রয়োজন।
সমির দাস বলেন- একাধিক অপারেশন, ওষুধপত্র কেনা বাবদ প্রায় দেড় লাখ টাকা খরচ হবে। এতদিন নিজের কাছে যা কিছু ছিল পাশপাশ থেকে ধার-দেনা করে স্ত্রী’র চিকিৎসা চালিয়েছি। এখন আমি সম্পূর্ণ নিরুপায়।
বর্তমানে সমির দাসের স্ত্রীর অসুস্থায় তার সংসারে নেমে এসেছে আমাবশ্যার অন্ধকার। সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে।
সমির দাস আকুল আকুতি নিয়ে বলেন- জীবনের দীর্ঘ সময় সংবাদপত্র নিয়ে কাটিয়েছি এখনও সেটা ধরে আছি, আপনারা আমার বিপদের মূহুর্তে পাশে না দাঁড়ালে আমার সংসার ধ্বংশ হয়ে যাবে। দেশের বিত্তবান দয়াবান দানশীল ব্যক্তিদের কাছে আমার আবেদনটা পৌঁছে দিন। নিশ্চয় তারা আমাকে দয়া করবেন। আমি আমার স্ত্রীকে আবারো আগের মত সুস্থ্য করে তুলতে পারবো।
সমির দাসের বিকাশ নং- ০১৯৪৮৯৭১১৭২।