ডিস সংযোগে টিভি, কম্পিউটার, মোবাইল, ইণ্টারনেটের ভীড়ে এখন আর রেডিও টেপরেকর্ডার কোটচাঁদপুরসহ আশপাশ এলাকাতে চোঁখে পড়ে না বললেই চলে। আগে প্রায় বাড়িতে, চায়ের দোকান, হোটেল রেঁস্তরায় রেডিও টেপরেকর্ডার বাজতে শোনা যেত। ডিজিট্যাল যুগের ছোঁয়া পড়তে না পড়তে দ্রুতই এগুলি যেন হারিয়ে গেছে। এখন আর একত্রে দল বেঁধে ছায়া ছবির গানের অনুরোধের আসর, নাটক বা খবর শোনার জন্য কেউ অপেক্ষা করেনা। এ সকল জায়গায় এখন স্থান করে নিয়েছে ডিস সংযোগে টিভি, কম্পিউটার , ইণ্টারনেট সংযোগ বিশিষ্ট মোবাইল ফোন। যে কারণে মান্ধারতার আমলের রেডিও টেপরেকর্ডারের কদর আর নেই। ফলে দ্রুতই হারিয়ে যাচ্ছে এ সকল যন্ত্র। ঝিনাইদহের কোটচাঁদপুর হাসপাতাল মোড়ের চায়ের দোকানি মোতালেব হোসেন এখনো ধরে রেখেছেন এ ঐতিহ্য । প্রতিদিন ভোরে তিনি রেডিওতে প্রভাতী বাংলা অনুষ্ঠান চালিয়ে দিয়ে চা বিক্রি শুরু করেন। মাঝে মাঝে সেণ্টার পাল্টিয়ে শোনেন বাংলা, হিন্দী, উর্দু গান। সময় হলে ভয়েজ অব আমেরিকা, বিবিসি’র খবর শোনেন ফুল ভলিয়ম দিয়ে। এভাবে চলে ভোর ৬টা থেকে রাত ১১টা বা সাড়ে ১১টা পর্যন্ত। অধিকাংশ ক্রেতারা তাকে এ ঐতিহ্য ধরে রাখায় সাধুবাদও জানান। চা দোকানদার মোতালেব হোসেন এ কালের কণ্ঠকে বলেন, এখন অধিকাংশ চায়ের দোকান গুলোতে ডিসের মাধ্যমে টিভি চলে। তাদের কাছে এখন আর রেডিও টেপরেকর্ডারের কদর নেই। আমার কাছে রেডিওতে খবর, বাংলা গান, পুরানো হিন্দি ও উর্দু গান চালিয়ে দিয়ে দোকানে কাজ করতে ভালই লাগে। যে কারণে এটা ছাড়তে পারিনি। তিনি বলেন, এ টেপরেকর্ডারটি আমার কাছে ৩২ বছর ধরে রয়েছে। এখন আর ফিতা ক্যাসেট না পাওয়ায় ওটা আমি শুধু রেডিও হিসাবে ব্যবহার করি। তিনি বলেন, আমি যত দিন বেঁচে আছি টেপরেকর্ডারটি রেডিও হিসাবে থাকবে ততদিন।