বন্ধুর বাড়ী বেড়াতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন শাহীন মিয়া (৪০) নামে এক যুবক। নিহত শাহীন মিয়া, নরসিংদি জেলার রায়পুর উপজেলার বাহারচর গ্রামের ফজলু মিয়ার ছেলে।
জানাযায়, বুধবার বিকাল ৪ টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নে সীমান্তবর্তী দিঘলকোনা গ্রাামে নিহত শাহিন বেড়াতে গেলে সেখানে ভারতীয় সীমান্তবর্তি এলাকায় বন্য হাতির আক্রমনে সে মারা যায়। এলাকার প্রত্যাক্ষদর্শীরা জানায়,বন্ধুর বাড়ীতে বেড়াতে এসে শাহিন ওইদিন বিকালে বন্যহাতি দেখতে দিঘলকোন পাহাড়ি এলাকায় যায়। পরে সে হাতির দৌড়ানিতে খেয়ে মাটিতে আচড়ে পড়ে। সেখানে বন্যহাতি তার উপর হিংস্রাত্বক ভাবে আক্রমন করে। হাতির আক্রমনে গুরুত¦র আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।