চট্টগ্রামের হালিশহরে বীরমুক্তিযোদ্ধা ডিএডি আবদুল মান্নানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন একই এলাকার শারিরীক প্রতিবন্ধী মো. সেলিম। প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতির শিকার হয়ে পথের ভিখারী হওয়ার উপক্রম হয়েছে সেলিমের। আর এমন ধরনের প্রতারণা করে মান্নান হালিশহর থেকে কুমিল্লায় আত্মগোপন করেছেন বলে সেলিম জানিয়েছেন। তাঁর ঠিকানাও খুঁজে পাচ্ছেন না প্রতারণার শিকার সেলিম। নিরুপায় হয়ে ওই বিষয়ে গত ২১জানুয়ারী চট্টগ্রাম সিটিকর্পোরেশনের ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরীর নিকট লিখিত অভিযোগ করেছেন মো. সেলিম।
স্থানীয় এলাকাবাসী জানায়, হালিশহর থানা মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সমবায় সমিতির সদস্য আবদুল মান্নান নিজকে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে মো. সেলিমের সাথে বহু আগেই সম্পর্ক তৈরী করেন।
সেলিম জানান, তাঁর বাসায় আসা-যাওয়ার ফাঁকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার জামেনী পাড়ায় ১৫ একর জমি দেওয়ার নামে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেন। সেলিমও সরল বিশ্বাসে সেই জায়গার চুক্তিপত্র ও আমোক্তনামার কাগজপত্র নিয়ে বাড়ী তৈরী করে বসবাস শুরু করেন। সেলিম সাম্প্রতিক সময়ে জানতে পারেন মান্নান ভূয়া কাগজপত্রের মাধ্যমে জমির বন্দোবস্তর জন্য যে আবেদন করে তা নথিজাতকৃত। তার ছেলেদের যে বয়স উল্লিখিত নোটারী পাবলিকে দেখিয়েছে তাও ভূয়া। ৮, ১০ ও ১২ বছরের ছেলের নাম বসিয়ে; বয়স দেখিয়েছেন ৩২বছরের লোকের ছবি। বিগত ১৯৮৭ সালে এদের বয়স কম থাকায় বিভিন্ন ছবি ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে তা এসিল্যান্ডের কাছে জমা দিয়েছেন। আবেদন নথিজাতকৃত হওয়ায় জামেনী পাড়ায় বসতঘর তৈরী ও পূর্বের দখলকৃত লোকদের উচ্ছেদে নগদ টাকা ব্যয় করেও সেলিম টিকে থাকতে না পেরে চলে আসতে বাধ্য হন।
সেলিম আরো জানায়, মান্নানের পরামর্শে সে ৬টি মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামীপক্ষের লোকজন সেলিমের বসতবাড়ী ভাঙচুর করে এবং মূল্যবান মালামাল লুটপাট করেন। মান্নানের কারণেই সে প্রায় ৩০লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হন। এই টাকা সে সম্পত্তি বিক্রি ও ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যয় করেন, এছাড়াও তার মূল ব্যবসা বন্ধ হয়ে যায়। বর্তমানে সে ব্যাংকের ঋণের বোঝা ও সহায়-সম্বল হারিয়ে স্ত্রী-সন্তান নিয়ে দিশেহারা। এমতাবস্থায়; সে মান্নানের সাথে বার বার যোগাযোগ করেও অর্থ কিংবা সম্পত্তি আদায়ে ব্যর্থ হন। আবদুল মান্নান কাগজপত্রে দেখিয়েছেন মুক্তিযুক্তকালীন সময়ে ২নং সেক্টরে যুদ্ধ করেছেন। তাঁর গেজেট নং: ৩৪/৩৮। যা বুধবার ২২শে সেপ্টেম্বর ২০০৪সালে প্রকাশিত হয়।
প্রতারণার শিকার মো. সেলিম চট্টগ্রাম সিটিকর্পোরেশনের ১১নংদক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরীর নিকট লিখিত অভিযোগেও বিস্তারিত বর্ণনা করেছেন। কাউন্সিলরের কাছে ওই অভিযোগে আবদুল মান্নান ছাড়াও তাঁর ছেলে শরীফ মাহমুদ, আসিফ মাহমুদ ও শিহাব মাহমুদসহ মোট ৫জনকে বিবাদী করা হয়। এরমধ্যেই গত ২২জানুয়ারি কাউন্সিলর অফিস থেকে হালিশহরের আই ব্লকের ১৩নং লেইনের ১৬নং বাসার সোমা মঞ্জিলে বিবাদীদের আগামী ২৬জানুয়ারি উপস্থিত হওয়ার নোটিশ পাঠানো হয়। কিন্তু বিবাদী মান্নানের ছেলেরা তা গ্রহণ করেননি। এতে সেলিম ক্ষোভ জানিয়ে বলেন, আবদুল মান্নান সত্যিই একজন মুক্তিযোদ্ধা হয়ে থাকলে আমর সাথে কিভাবে প্রতারনা করলেন? আমাকে পথের ভিখারী করেছেন। আমার এই অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আবদুল মন্নানের বিরুদ্ধে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোরালো দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মান্নানের সাথে মুঠোফোনে যোগাযোগ করেও তার কোন বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।