বগুড়ায় বাসার মেইন গেটের তালা ভেঙ্গে দারোয়ানকে মারধর করে একটি পালসার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত আনুমানিক ৩টার দিকে শহরের সুত্রাপুর রিয়াজ কাজী লেন এলাকায়। এ ব্যাপারে মোটরসাইকেলের মালিক রিয়াজ কাজী লেন এলাকার মৃত আশরাফ আলীর পুত্র মোঃ মনিরুল ইসলাম বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায় প্রতিদিনের ন্যায় বাহিরে কার্জকর্ম সেড়ে রাত ১১টার দিকে মনিরুল ইসলাম তার নিজ নামে ক্রয়কৃত নীল রংয়ের পালসার-১৫০০ সিসি মোটর সাইকেল যার রেজিঃ নং-বগুড়া-ল-১২-৬৯৭৩ (আনুমানিক মুল্য প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা) গাড়িটি রিয়াজ কাজী লেনস্থ ডাঃ রেজাউল করিম জুয়েলের বাসার গ্যারেজে রেখে দারোয়ানকে বুঝে দিয়ে নিজ বাসায় ঘুমে পড়ে।
এমতাবস্থায় দিবাগত রাত ৩টার দিকে বাসার মেইন গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দারোয়ান সায়েদ আলীকে মারপিট করে এবং অস্ত্রের ভয় দেখিয়া অজ্ঞাতনাম ৩জন মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে দারোয়ানের চিৎকার চেঁচামিতে স্থানীয় লোকজন আসে এবং উপরোক্ত ঘটনাটি সর্ম্পকে অবগত হোন এবং সেই রাতেই বিভিন্ন জায়গায় খোজাখুজি করে মোটরসাইকেল এর কোন হদিস পাওয়া যায়নি।অভিযোগ রয়েছে বগুড়া শহরে হরহামেশাই মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে চললেও এ বিষয়ে দেখার মত যেন কেউ নেই ।