বগুড়ার ধুনটে স্বামীর বাড়ি থেকে তানিয়া আকতার (২০) নামে এক নববধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চালাপাড়া গ্রাম থেকে ধুনট থানা পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। নিহত তানিয়া আকতার উপজেলার বাটিকাবাড়ি গ্রামের তোজাম্মেল হকের মেয়ে। তবে এঘটনার পর থেকেই তানিয়ার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, ধুনট সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে কামরুল মন্ডলের সাথে প্রায় ৮ মাস আগে চৌকিবাড়ী ইউনিয়নের বাটিকাবাড়ি গ্রামের তোজাম্মেল হকের মেয়ে তানিয়া আকতারের বিয়ে হয়। কিন্তু কামরুল মাদকাসক্ত হওয়ার কারণে প্রায়ই তাদের ঝগড়া বিবাদ হতো। গত বুধবার তানিয়া বাবার বাড়ি যেতে চাইলে কামরুল বাধা দেয়। এরপর রাতের খবার খেয়ে তানিয়া ও কামরুল একই ঘরে ঘুমিয়ে পড়ে। এদিকে বৃহস্পতিবার সকাল ৬টায় প্রতিবেশীরা শয়ন ঘরে তীরের সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তানিয়ার ঝুলন্ত মৃতদেহ ও ঘরের মেঝেতে বিষ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তানিয়ার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনার পর থেকেই তানিয়ার স্বামী সহ পরিবারের লোকজন গা ঢাকা দেয়।
ধুনট থানার ওসি (ওসি সার্বিক) ইসমাইল হোসেন বলেন, তানিয়ার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর হত্যা না আতœহত্যা প্রমাণ পাওয়া যাবে। তবে এ ঘটনায় থানায় এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেননি বলে জানান তিনি।