বগুড়ার নন্দীগ্রামে জুয়া খেলার আসর থেকে ৭ জন গ্রেপ্তার করেছে নন্দিগ্রাম পুলিশ । গত ২২ জানুয়ারি বুধবার গভীর রাতে শহরের কলেজপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত বুধবার ২২ শে জানুয়ারি রাত আনুমানিক ১১ টার দিকে গোপন এক সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার ওসি (ওসি সার্বিক)শওকত কবিরের নির্দেশনায় এসআই ফারুক হোসেন পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে নন্দীগ্রাম কলেজপাড়ার একটি বাসায় অভিযান চালায় । এসময সেখান থেকে নগদ টাকা ও জুয়াখেলার সরঞ্জামাদিসহ ৭ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নন্দীগ্রাম কলেজপাড়ার আলাল উদ্দিনের ছেলে রাসেল আহম্মেদ (২৫), নন্দীগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর জালাল উদ্দিনের ছেলে সোহাগ হোসেন (২১), আতিকুর রহমানের ছেলে বাদশা মিয়া (২০), আফছার আলীর ছেলে সোহাগ আলী (২০), জয়নাল আবেদিনের ছেলে হাফিজ উদ্দিন (২৪), আনোয়ার হোসেনের ছেলে হাবিবুর রহমান (১৯) ও ইসাহক আলীর ছেলে আবদুল করিম (২০)। গ্রেপ্তারকৃতদের নামে থানায় মামলা হয়েছে। ২৩ শে জানুয়ারি পুলিশ গ্রেপ্তারকৃতদের কোর্ট হাজতে প্রেরণ করে। থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।