বগুড়ার পল্লীতে ইঞ্জিন চালিত শ্যালো মেশিনের সাথে চাদর ও মাফলার জড়িয়ে জামাল হোসেন (৩৬)নামের এক যুবক নিহত হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাতে নন্দিগ্রাম উপজেলার চৌদীঘি গ্রামে ।
নিহত জামাল হোসেন উপজেলার ভাটরা ইউনিয়নের চৌদীঘি গ্রামের মনসুর হোসেনের ছেলে।
পুলিশ জানায় , নিহত জামাল হোসেন জমিতে রাত্রিকালিন শ্যালো মেশিন দিয়ে পানি দিতে এলাকার একটি শ্যালো মেশিন ঘড়েই রাত কাটাতো । গত বুধবার রাতে সে রাতের খাওয়ার জন্য বাড়ীতে না এলে তার নিকট এক আত্বিয় তাকে ডেকে আনার জন্য সেখানে যায় । এ সময় সে মেশিন ঘরের মধ্য গিয়ে রক্তাক্ত অবস্থায় জামালকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে । পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রাথমিক অবস্থায় পুলিশের ধারণা অসাবধানতা বস্বত শ্যালে মেশিনের সাথে গায়ের চাদর এবং মাফলার জড়িয়ে গেলে জামাল উদ্দিনের মৃত্যু হয়ে থাকতে পারে ।