দাকোপে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে এন এ টি পি প্রকল্পের আওতায় সুফল ভোগী ছাগল চাষিদের মাঝে উপকরন বিতরন করা হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে এই উপকরন বিতরন করা হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পরিতোষ রায় এই উপকরন বিতরন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এল ই ও কর্মকর্তা সিফাত হোসাইন জয়া, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এম এম বোরহান উদ্দিন, ডি এফ এ শাপলা অধিকারী প্রমুখ। অনুষ্ঠানে ১০ জন ছাগল চাষির মাঝে ১টি করে ছাগলের মাচা খাট, ছাগলের খাদ্য, ঔষধ, টিকাবীজ ও সাইনবোর্ড বিতরন করা হয়। অর্থের হিসাবে যা জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকার উপকরন বিতরন করা হয়।