নোয়াখালীর সেনবাগে মাওলানা রশিদ আহম্মদ ও মরহুমা সফুরা খাতুন ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষার সম্মনা ও সনদপত্র বিতরণ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঐতিহ্যবাহী কল্যান্দী ফয়জুল উলুম দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
এউপলক্ষে মাওলানা রশিদ আহম্মদ ও মরহুমা সফুরা খাতুন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা আমিরুজ্জামানের সভাপতিত্বে ও আরমানের সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সদস্য সচিব মাওলানা আক্তারুজ্জান ফায়েজী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাফর আহম্মদ চৌধুরী, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন,ব ালিয়াকান্দি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল আলম জসিম প্রমুখ।
ওই মেধা বৃত্তি পরীক্ষায় উপজেলার ২০টি মাদরাসার ৩ থেকে ৬ষ্ঠ শ্রেনী পর্যন্ত ৫ শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহন করে। এর মধ্যে ৪০ জন ছাত্র-ছাত্রীকে সম্মননা ও সনদপত্র প্রদান করেন অতিথিরা।