জেলার গৌরনদী উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার বেলা এগারোটায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন, কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান, গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ^াস, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন প্রমুখ।