বগুড়ার নন্দীগ্রামে পৌরসভা ভবনে ও ২০ শয্যা হাসপাতালে বসেছে মৌমাছির মেলা, যেন অভয়াশ্রম। মৌ মৌ গন্ধ ছড়িয়ে চারদিকে উড়ছে মৌমাছি। পুরো ভবনেই যেন দখল নিয়েছে এরা।
জানা গেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের গুঞ্জরণে মুখরিত থাকে পৌরসভা ও হাসপাতাল। ২০ শয্যা হাসপাতালে একটি-দুটি নয়, এখানে প্রায় ৩০ টি চাক গড়ে তুলেছে মৌমাছিরা। আর পৌরসভার মূল ফটকেই ৭টি চাক গড়ে তুলেছে মৌমাছিরা। হাসপাতালের দোতালা ভবনের কার্নিশে ও পৌরসভার মূল ফটকে বাসা বেঁধেছে মৌমাছি। উৎসুক জনতা ভিড় করছেন দৃষ্টিনন্দন এসব মৌচাক দেখতে। সরজমিনে দেখা যায়, হাসপাতালের দোতলা ভবনের পশ্চিম দিকের কার্নিশে বেশ কয়েকটি মৌচাক। পূর্ব ও পিছন দিকেও ঝুলছে মৌচাক। চারদিকে ছেয়ে গেছে মৌমাছির চাকে। এদিকে পৌরসভার মূল ফটকেও বাসা বেঁধেছে মৌচাক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তোফাজ্জল হোসেন মণ্ডল বলেন, প্রায় ৪ বছর ধরে এভাবেই মৌচাক বাসা বেঁধেছে হাসপাতাল জুড়ে। মৌমাছি হাসপাতালের কাউকে কোনো ক্ষতি করে না। আজ পর্যন্ত কাউকে মৌমাছি কামড় দেয়নি। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান বলেন, পৌরসভায় ৮ বছর ধরে বাসা বেঁধে রয়েছে মৌমাছিরা। কেউ মৌমাছির চাকে ঢিল ছোড়ে না। মৌয়াল মধু কিনতে এলেও তাদের কাছে মধু বিক্রি করি না।