খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ( জেলা পরিষদ সদস্য) অভিজিৎ চন্দ্র চন্দ হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করেছে। বুধবার বেলা ১১ টার দিকে ডুমুরিয়াস্থ নিজ বাসভবনে তিনি হারপিক পান করেন। তাকে পরিবারের সদস্যরা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকেলে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তিনি দীর্ঘদিন যাবৎ মানষিকভাবে অনেকটাই অসুস্থ্য ছিলেন।
পরিবারের সদস্য ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকালে অভিজিৎ চন্দ্র চন্দ সবার অগোচরে হারপিক পান করেন। তিনি বমি করতে থাকলে তাকে পরিবারের সদস্যরা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অভিজিৎ চন্দ্র চন্দ বেশ কিছুদিন যাবৎ মানষিকভাবে খুবই অসুস্থ্য ছিলেন। তাকে বেশ কয়েকমাস যাবৎ ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে চিকিৎসা করানো হচ্ছিল।
এ বিষয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: মঞ্জুর মোর্শেদ জানান, খুলনা পরিষদের প্যানেল চেয়ারম্যান অভিজিৎ চন্দ্র চন্দ হারপিক পান করলে তাকে হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। পরিবারের ইচ্ছে অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
অভিজিৎ চন্দ্র চন্দের পিতা সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেন, সে মানষিকভাবে বেশ কিছুদিন অসুস্থ্য ছিল। তাকে ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে নিয়মিত চিকিৎসা করানো হচ্ছিল। এমন অবস্থায় সে হারপিক পান করেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তির জন্য এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে।
অপরদিকে পারিবারিক বিরোধের জের ধরে ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামের নুরজাহান বেগম ওরফে নুরী ( ৪০) নামে এক নারী হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শেখ সিদ্দীকুর রহমানের স্ত্রী। সিদ্দীকুর রহমানের অবসরকালিন প্রাপ্য সকল টাকা তার স্ত্রী নিজের নামে ব্যাংকে রাখতে বললে তিনি রাজি না হওয়ায় অভিমান করে আত্মহত্যার চেষ্টা করে। নুরজাহান বেগমকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।