মাদক, অসামাজিক কার্যকলাপ ও ইভটিজিং সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ ও এলাকার রাস্তাঘাট পরিস্কার, জলাবদ্ধতা নিরসন সহ বিভিন্ন পরিবেশ উনন্নয়ন মূলক কাজে এলাকাবাসীকে জড়িত হওয়ার লক্ষ্যে ভবানীগঞ্জ স্কুল পাড়ায় পরিবেশ রক্ষা কমিটি গঠন করা হয়েছে। স্কুল পাড়া চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক আসতানুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আবু তালেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আবদুস সোবহান, ভবানীগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আবদুর রাজ্জাক প্রামানিক, ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান শিবলী, সাবেক সেনা সদস্য শাহাদৎ হোসেন, সবুজ সংঘ স্পোটিং ক্লাবের সভাপতি ও ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক আবদুল মজিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক হরিস চন্দ্র, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হান্নান, আবদুর রাজ্জাক, হাফিজুর রহমান, ছানাউল ইসলাম সরদার, ভবানীগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক মুনছুর রহমান, নুরুল ইসলাম, আবু বাক্কার, সাইদুর রহমান, সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স, ক্লাব সদস্য মামুনুর রশিদ, আজাহার আলী, শাহাদৎ হোসেন, মুকুল দেওয়ান, সুইট আলী, ফায়সাল, আমিনুলল ইসলাম জনি, লিটন ইসলাম, আবদুর রাজ্জাক, রাকিব, নাহিদ (বড়), নাহিদ (ছোট), রনক, মহন, উৎপল শাখাওয়াত হোসেন ও দুলাল হোসেন প্রমূখ। শেষে সর্বসম্মতিক্রমে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আসতানুর রহমানকে সভাপতি ও সাবেক সেনা সদস্য শাহাদৎ হোসেন কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট ভবানীগঞ্জ স্কুল পাড়া পরিবেশ রক্ষা কমিটি গঠন করা হয়।