পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড বৃদ্ধির দাবিতে কেদ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকাসস) সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে সাঁথিয়ায় অফিসের সামনে অবস্থান ও কর্মবিরতি পালন করা হয় । সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় দাবি দাওয়ার যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন, ইউএনও অফিসের অফিস সুপার আবদুস সালাম, ভূমি অফিসের অফিস সহকারী জমির উদ্দিন প্রমুখ। তারা বলেন, কালেক্টরেট কর্মচারিরা পদোন্নতি বঞ্ছিত হয়ে বছরের পর বছর একই পদে কাজ করে যাচ্ছেন। তাদের ন্যায্য দাবি পূরণে তারা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।