পাবনার সাঁথিয়ায় পাষণ্ড স্বামী গরম তরকারি দিয়ে ঝলসে দিয়েছে স্ত্রী মাছুরার সারা শরীর। অসুস্থ স্ত্রী এখন সাঁথিয়া হাসপাতালে যন্ত্রনায় কাতরাচ্ছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের কলাগাছী গ্রামে।
জানা গেছে, প্রায় ৫বছর আগে উপজেলার শিবরামবাড়ি কল্যানপুর গ্রামের দিন মজুর সোনাই মোল্লার মেয়ে মাছুরা খাতুনের সাথে উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের কলাগাছীগ্রামের রতন আলীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও স্বামীর পরিবারের লোকজন নানা অজুহাতে মাসুরাকে নির্যাতন করে আসছিল। ঘটনার দিন রান্না করাকে কেন্দ্র করে শ^াশুরী দুলি বেগম মাছুরাকে গালিগালাজ করে । একপর্যায়ে পাষণ্ড স্বামী রতন আলী মাছুরার হাতে থাকা রান্না করা গরম তরকারীতে লাথি মারে। এতে গরম তরকারীতে মাছুরার সারা শরীর ঝলসে যায়। সে এখন সাঁথিয়য়া হাসপাতালে যন্ত্রনায় কাতরাচ্ছে। অসুস্থ মাছুরা জানায়, এর আগে স্বামী মারপীট করে তার একটি চোখ নষ্ট করে দিয়েছে।