জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার তারাটিয়া এলাকায় ১৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে দেওয়ানগঞ্জের তারাটিয়া তদন্তকেন্দ্রের থানা পুলিশ। গত ২১জানুয়ারী মঙ্গলবার দুপুরের দিকে তাকে আটক করা হয়।
তারাটিয়া তদন্ত কেন্দ্রের আই সি, মোঃ ফরহাদ আলী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ দেওয়ানগঞ্জ থানাধীন তারাটিয়া এলাকায় মোঃ ফরহাদ আলী ও তার সঙ্গীয় ফোর্সসহ মোঃ মতিউর রহমানের নার্সারি বাগানের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে তল্লাসী চালায়। এসময় দেওয়ানগঞ্জ থানার সিলেট পাড়া গ্রামের বাসিন্দা আঃ সামাদ এর ছেলে মজিবুর রহমান দেহ তল্লাশী করে তার দেহ থেকে ১৯৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তাকে আটক করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।