যশোর-৬ (কেশবপুর) আসনের এমপি ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং। এ সময় প্রধানমন্ত্রী এমপির বিদেহী আত্মা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
এদিকে ইসমাত আরা সাদেকের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, দেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও বর্তমান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক বার্তায় স্পিকার বলেন, তার মৃত্যুতে জাতি এক সমাজসেবক রাজনীতিবিদকে হারালো। দেশের জন্য অনবদ্য অবদান তাকে স্মরণীয় করে রাখবে। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, ইসমাত আরা সাদেক আওয়ামী লীগের গত মেয়াদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ছিলেন। তার স্বামী সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেক।