শ্রীমঙ্গলে পরিযায়ী পাখি সংরক্ষণে সচেতনতামুলক কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শ্রীমঙ্গলে অবস্হিত মৌলভীবাজার বন্যপ্রাণী রেঞ্জের আয়োজনে এই কর্মশালা অনু্ষ্ঠিত হয়।
বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তা মো. মোনায়েম হোসেনের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আনম আব্দুল ওয়াদুদ। রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের সহকারি বন সংরক্ষক মো. আনিসুর রহমান।
কর্মশালায় বক্তব্য রাখেন হাইল-হাওরের বড় গাঙিনা সম্পদ ব্যবস্হাপনা সংগঠনের সভাপতি মো. আব্দুস সোবহান চৌধুরী প্রমুখ।
কর্মশালায় স্হানীয় ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম, শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার ৫০ জন অংশগ্রহন করেন।