চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে এবার শিল্প নগরী হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদা অনুযায়ী উপজেলাটির মুছাপুর ইউনিয়নে ১০ একর জায়গায় ওই শিল্পাঞ্চল গড়ে তুলতে একটি প্রকল্প নিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। আর এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৪৩ লাখ টাকা। সাম্প্রতিক সময়ে প্রকল্পটি বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও পাওয়া গেছে। চট্টগ্রাম জেলা প্রশাসনও জমি প্রাপ্তির বিষয়ে নিশ্চয়তা দিয়েছে বিসিককে। উল্লেখিত প্রকল্পটি বাস্তবায়িত হলে সেখানে খাদ্য ও খাদ্যজাত, টেক্সটাইল, হালকা প্রকৌশল, মৎস্য প্রক্রিয়াজাতকরণ, বনজ এবং প্যাকেজিং খাতের শিল্প-কারখানা গড়ে উঠবে। এতে অন্তত সাড়ে ৩ হাজার মানুষের কর্মসংস্থান হবে সেখানে।
সন্দ্বীপের নদী তীরবর্তী ঘাট থেকে মাত্র ৯ কিলোমিটার দূরত্বে প্রকল্প এলাকা হওয়ায় উৎপাদিত পণ্য দ্রুত সময়ের মধ্যে নদী পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানোও সম্ভব হবে। আর এমন ধরনের সু-খবরটি পেয়ে সন্দ্বীপের মানুষ ভীষণ আনন্দিত। বর্তমানে শহরমুখী মানুষগুলো সেখানে বসবাস এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। সন্দ্বীপের প্রবাসীরা কেউ কেউ জমি ক্রয় করতেও দৌড়ঝাঁপ শুরু করেছেন। এতে করে গোটা সন্দ্বীপ দ্রুত বদলে যাচ্ছে। আরো যাবে এমন সংবাদ এলাকাবাসীর মুখে মুখে শোনা যাচ্ছে। বিসিকের মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) খোন্দকার আমিনুজ্জামান সাংবাদিকদের বলেন, সন্দ্বীপ উপজেলায় শিল্পনগরী প্রতিষ্ঠার প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক হচ্ছে। এখন আমরা উদ্যোক্তা খুঁজছি। সন্দ্বীপে কারখানা করবেন এমন ১০ জন উদ্যোক্তার সন্ধান পেলেই প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হবে।
একাধিক সূত্র জানায়, সারাদেশে শিল্পমন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি প্রতিশ্রুতি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সন্দ্বীপ উপজেলার প্রকল্পটিও এই প্রতিশ্রুতিভূক্ত। বিগত ২০১২ সালের ১৮ ফেব্রুয়ারি এই উপজেলার সরকারি হাজি আবদুল বাতেন কলেজ মাঠে আওয়ামী লীগের এক জনসভা অনুষ্ঠিত হয়। সেই জনসভায় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, উপজেলাটিতে শিল্পনগরী গড়ে তোলার। পরে একই বছরের ২০ মার্চ বিসিকের পরিকল্পনা বিভাগের একটি প্রতিনিধি দল সন্দ্বীপের মুছাপুর ইউনিয়ন পরিদর্শন করেন। পরিকল্পনা বিভাগের গঠিত ওই কমিটি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সাথে আলোচনার মাধ্যমে দ্বীপের প্রথম শিল্পাঞ্চল নির্মাণে ১১ কোটি ৭৭ লাখ টাকার একটি প্রকল্পের উন্নয়ন প্রস্তাবনা তৈরি করে। কিন্তু বিদ্যুৎ সমস্যা ছাড়াও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে প্রকল্পটি স্থবির হয়ে যায়। তবে ২০১৮ সালে সন্দ্বীপের জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ স্থাপন হওয়ার পর নতুন করে ভাবতে শুরু করে বিসিকের পরিকল্পনা বিভাগ।
ওই সময় প্রকল্পের ডিপিপি সংশোধন করে সম্ভাব্য ব্যয় ধরা হয় ২২ কোটি ৬০ লাখ টাকা। তবে সর্বশেষ জমি অধিগ্রহণ ব্যয় তিনগুণ বেড়ে যাওয়ায় ২০১৯ সালের ৬ মার্চ ডিপিপি পুনরায় গঠন করা হয়। এতে প্রকল্পের ব্যয় ধরা হয় ২৩ কোটি ৪৩ লাখ টাকা। প্রকল্পের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর। গত বছরের ২৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে জমি প্রাপ্তির নিশ্চয়তা পায় বিসিক। এর আগে ২০১৮ সালের ৩০ এপ্রিল পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্রও পায় বিসিক। এখন অপেক্ষা একনেক সভায় অনুমোদনের। ওদিকে প্রকল্পের ডিপিপি সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় ৬৩ প্লট বরাদ্দ দেওয়া হবে শিল্প উদ্যোক্তাদের। এর মধ্যে এ-টাইপ ১৮ (৬ হাজার বর্গফুট) প্লট, বি-টাইপ ২০টি (সাড়ে ৪ হাজার বর্গফুট), সি-টাইপ ২০টি (৩ হাজার বর্গফুট) এবং এস বা স্পেশাল টাইপ প্লট ৫টি (প্রতিটি ২ হাজার ৪০০ থেকে বিভিন্ন টাইপের) রাখা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, প্রতিবছর সন্দ্বীপে সর্বাধিক পরিমাণ ধান, বাদাম, শুকনো মরিচ, নারকেল, শীতের সবজি, ডাল ও মৌসুমি ফল উৎপাদন হয়। পাশাপাশি সমুদ্র তীরবর্তী দ্বীপ হওয়ায় সামুদ্রিক মাছের আধিক্যও রয়েছে দ্বীপটিতে। তাছাড়াও চরাঞ্চলে প্রচুর মহিষ ও গরুর দুধ পাওয়া যায় যা বিসিক শিল্পনগরীর মাধ্যমে প্রক্রিয়াজতকরণ সম্ভব হবে। মূলত: কুটির শিল্পকেন্দ্রিক, কৃষিভিত্তিক শিল্পের মাধ্যমে সন্দ্বীপে বিসিক শিল্প নগরী এ অঞ্চলের কর্মসংস্থান এবং পণ্য উৎপাদনে দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখবে বলে আশা করছে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। অপরদিকে উল্লেখিত সংবাদ পেয়ে সন্দ্বীপের প্রবাসীদের মধ্যে কেউ কেউ চট্টগ্রামে জায়গা না ক্রয় করে সন্দ্বীপে ক্রয় করতেও দৌড়ঝাঁপ শুরু করেছেন। এতে জমির মালিকরাও জমির দাম হাকাচ্ছেন বেশি। নতুন নতুন ইটভাটাও স্থাপন করছেন ব্যবসায়ীরা। এলাকায় এলাকায় নতুন মডেলের মার্কেট স্থাপনতো চলছেই। এদিকে সন্দ্বীপ থেকে নিকটবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের সাথে সড়ক যোগাযোগ চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি হওয়ার পর সংশ্লিষ্ট এলাকার এমপিও সড়ক যোগাযোগ চালুর জন্য জোরালো ভুমিকা পালন করছেন। শেষ পর্যন্ত সড়ক যোগাযোগ চালু এবং শিল্পনগরী গড়ে উঠলে সন্দ্বীপ এবং কোম্পানীগঞ্জের লাখ লাখ মানুষ নানাভাবে উপকৃত হবেন বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।