হিমালয়ের পাদদেশ ঘনকুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড় । কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে সাধারণ মানুষ। আজ মঙ্গলবার তেতুলিয়ায় সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বনি¤œ ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে পঞ্চগড়ে ঠান্ডা জনিত রোগের আক্রান্ত শিশু ও বয়স্কদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। পঞ্চগড় সদর আধূনিক হাসপাতালে ঠান্ডা জনিত ডায়রিয়া আক্রান্ত শিশু ও বয়স্কদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান চিকিৎসকরা।
শিশুদের মা ও বাবারা জানায় পঞ্চগড়ে এবার প্রচণ্ড শীত ও ঠান্ডার কারণে শিশুদের ডায়রিয়া হওয়ায় হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালে রোগীর সংখ্যা বেরে যাওয়াতে ২ জন ডায়রিয়া শিশু রোগী এক বেডে এবং কিছু ডায়রিয়া শিশু রোগীকে মেঝেতে রাখা হয়েছে।
পঞ্চগড় সদর আধূনিক হাসপাতালের কর্তৃপক্ষ জানায়, শিশু ডায়রিয়া ও শীত জনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শিশু রোগী বেশি হওয়ার কারণে অনেক শিশু রোগীকে মেঝেতে রাখা হয়েছে। তাদের আমরা চিকিৎসা ও যাতে শিশুদের ঠান্ডা নালাগায় সেই পরামর্শ দিচ্ছি।
এছাড়া হাসপাতালের বর্হিবিভাগে সাধারণ আক্রান্ত শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা, ওষুধ ও পরামর্শ দেওয়া হচ্ছে। চিকিৎসকরা শিশু ও বয়স্কদের ঠান্ডা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয় সর্বনি¤œ ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।