কুড়িগ্রামের রাজিবপুরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চর রাজিবপুর থানা পুলিশ ভারতীয় ৫০ পিচ ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। চর রাজিবপুর থানা সূত্রে জানা গেছে,সোমবার রাতে অভিযান চালিয়ে জাউনিয়ার চর কড়াই ডাঙ্গী পাড়া থেকে আবুল কালাম (২৮) কে ৫পিচ ইয়াবাসহ আটক করে। সে জাউনিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন পদে চাকরি করে। অপর দিকে একই রাতে রাজিবপুরের ধুবালিয়া পাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মোস্তফা (৩৮)কে ৪৫ পিচ ভারতীয় ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে চর রাজিবপুর থানার ওসি (ওসি)তদন্ত নয়ন কুমার দাস জানান, তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাদের ২ জনকে কুুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।