গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় কাপাসিয়া জোনাল অফিস কর্তৃক নির্মিত উপজেলার কড়িহাতা ইউনিয়নের মেরুয়া, আনজাব, খাগরিয়া টেক, রামপুর গ্রামে ১৫.৭৮৬ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন উদ্বোধন করা হয়েছে।
১৮ জানুয়ারি শনিবার বিকেলে মেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ লাইন উদ্বোধন করা হয়। কড়িহাতা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উদ্বোধনী সভায় সভাপতি মাহবুব মোর্শেদ আফাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মোল্লা মতিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ মুহম্মদ শহীদুল্লাহ্, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, গাজীপুর জেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রেজাউল রহমান লস্কর মিঠু, পল্লী বিদ্যুতের ডিজিএম আবু মো. ইয়াহিয়া আকন্দ, কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল, আ'লীগ নেতা ও গাজীপুর জেলা জজ কোর্টের আইনজীবী মো. আছলাম হোসেন প্রমুখ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি সিমিন হোসেন রিমি বলেন, রাজনীতি মানে সমাজের কল্যাণকর কাজ করা। তাই সকলকে ভালো কাজ করতে হবে। গ্রাহকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাবধানতার সাথে বিদ্যুৎ ব্যবহার করতে হবে এবং বর্তমান সরকারের সকল উন্নয়নমূলক কার্যক্রম জনগণের মাঝে প্রচার করতে হবে।
কাপাসিয়া জোনাল অফিস সূত্রে জানা যায়, ২ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ৮শ টাকা নির্মাণ ব্যয়ে ১৫.৭৮৬ কিলোমিটার. নতুন বিদ্যুৎ লাইন উদ্বোধন করা হয়। নতুন এ লাইনে মোট ৩০৩ টি খুঁটি ও ৪২ টি ট্রান্সফর্মার রয়েছে। আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও দাতব্য সহ মোট ৬২৯ জন নতুন গ্রাহক বিদ্যুতের সুবিধা পাবেন।