নোয়াখালীর কবিরহাটে মুজিব বর্ষ উপলক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় কবিরহাট আইডিয়াল উচ্চবিদ্যালয় এণ্ড কেজি স্কুলে দুই দিন ব্যাপী শিশু মেলা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মেলায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষামূলক চলচ্চিত্র, রচনা ও চিত্রংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মেলায় অতিথি হিসেবে উপস্তিত ছিলেন. অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা কৃপাময় চাকমা, কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভিন, ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর হারুন।