জামালপুরে শিক্ষা সেবিকা সম্মেলন/২০২০অনুষ্ঠিত হয়েছে। গত ২১জানুয়ারী মঙ্গলবার আশা জামালপুরের উদ্যেগে জেলার লুইস ভিলেজ পার্ক সভা কক্ষে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা/২০২০অনুষ্ঠিত হয়। আশা এর ঢাকা ডিরেক্টর মো. আবদুস সামাদ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন। বক্তব্য রাখেন,আশা’র ডিভিশনাল ম্যানেজার টাঙ্গাইল সিহানুক মোস্তফা, এডিশনাল ম্যানেজার মো.সাইদুল ইসলাম চৌধুরী, ও মো. হাসমত আলী প্রমুখ। শিক্ষা সম্মেলনে উপস্থিত ছিলেন ৯জন ব্রাঞ্চ ম্যানেজার,১জন সার্পোট ইঞ্জিনিয়ার, ৬জন আর এমসহ জেলার মোট ১৭টি ব্রঞ্চের ২৫৫টি শিক্ষা কেন্দ্রের ৯৫জন শিক্ষা সেবিকা, ৯জন শিক্ষা সুপার ভাইজার এবং ১জন শিক্ষা কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।