কুড়িগ্রামে উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের লেলিয়ে দেওয়া বহিরাগত ব্যক্তিদের হাতে লাঞ্ছিত হয়েছেন তারই কলেজে কর্মরত এক শিক্ষক। ভারপ্রাপ্ত অধ্যক্ষের নির্দেশে লাঞ্ছিত করার অডিও ফাঁস হওয়ায় বিক্ষুব্ধ ওই কলেজের ৯ শিক্ষক বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অধ্যক্ষের নির্দেশ প্রদানের ৫ মিনিট ২ সেকেন্ডের অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর শিক্ষকদের মাঝে তোলপাড় শুরু হয়।
অডিও রেকর্ডের সূত্রে জানা যায়, চলতি বছর ওই কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের এক ছাত্রের ফরম পূরণে জটিলতা সৃষ্টি হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের ওই ছাত্রের ফরম পূরণের জটিলতা সৃষ্টির জন্য ওই কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার ও হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আসাদুল হাবিব আরিফ দায়ী বলে ছাত্রের অভিভাবককে জানান।
অধ্যক্ষ তার উদ্দেশ্য হাসিল করার সুযোগে ফরম পূরণের বিষয়টি হাতিয়ার হিসেবে কাজে লাগানোর চেষ্টা করেন। অধ্যক্ষ ওই ছাত্রের পিতাকে মোবাইল ফোনে কলেজের সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার ও প্রভাষক আরিফকে দুই গালে চরথাপ্পর, এমনকি চুল ধরে টানাটানি করে অপদস্থ করার নির্দেশ দেন। লাঞ্ছিত করলে ফরম পূরণের বিষয়টি দেখবেন বলেও অভিভাবককে আশ্বস্ত করেন তিনি।
এরই প্রেক্ষিতে ওই অভিভাবক গত ১৪ জানুয়ারি সকালে কলেজ ক্যাম্পাসে বহিরাগত কয়েকজনকে নিয়ে রসায়ন বিভাগের প্রভাষক আরিফ কে লাঞ্ছিত করেন। এছাড়াও কলেজের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার পাল কেও শারীরিকভাবে আক্রমণের নির্দেশ দিয়েছিলেন ওই অডিও বার্তায়। কিন্তু এ সময় ওই শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানরত থাকায় আক্রমণের হাত থেকে রক্ষা পান। ঘটনার পর কলেজের বিক্ষুব্ধ শিক্ষকরা বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।
শিক্ষকদের অভিযোগ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুৃ তাহের গত ১৬ ডিসেম্বর শহিদ মিনারে জুতা পায়ে উঠার ছবি পত্র-পত্রিকাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ পরিস্থিতিতে বিক্ষুব্ধ অভিভাবকরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে হাতা-হাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্থানীয় ৩ জন নামীয় ও অজ্ঞাত ১২-১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় কলেজের শিক্ষকদের স¦াক্ষী দেয়ার জন্য অধ্যক্ষ চাপ দিলে এতে তারা রাজি না হওয়ায় তখন থেকে তিনি শিক্ষকদের উপর নানাভাবে হয়রানি ও লাঞ্ছিত করার অপচেষ্টা চালিয়ে আসছিলেন বলে জানান তারা।
ওই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আসাদুল হাবিব আরিফ বলেন, ঘটনার দিন আমি কিছু বুঝে ওঠার আগেই ওই অভিভাবক আমার উপর আক্রমণ চালায়। পরে আমার সহকর্মিরা আমাকে উদ্ধার করে। বর্তমানে আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।
সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার পাল বলেন, অধ্যক্ষের নির্দেশে আমার সহকর্মির উপর হামলা চালানো হয়েছে। আমাকেও লাঞ্ছিত করার নির্দেশ দিয়েছেন তিনি। এ বিষয়ে আমরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি। গত সোমবার কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে আমাদের শুনানি হয়েছে। আমরা আশা করি কর্তৃপক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
উলিপুর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের মোবাইল ফোনে জানান, আমি সচিবের মিটিংএ ঢাকায় সচিবালয়ে আছি পরশুদিন থেকে। পরে আমি কুড়িগ্রাম গেলে তখন কথা হবে।