মুন্সীগঞ্জে গজারিয়ায় মেহেদী হাসান (১৭) নামে এক এসএসসি পরিক্ষার্থী কে বিদ্যালয়ের বোডিং থেকে ডেকে নিয়ে হত্যা চেষ্টায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে এসএসসি পরিক্ষার্থী মেহেদীর বাবা সবুজ ফকির উপজেলার গুয়াগাছিয়া গ্রামের আহমেদ আলীর ছেলে আবু কালাম, জাকির হোসেনের ছেলে বায়োজিদ, মাহবুব পিতা অজ্ঞাত, মোশারফের ছেলে ইয়াছিন ও বাবুর ছেলে আল-আমিনের বিরুদ্ধে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
থানা অভিযোগ সূত্রে জানাযায়, ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থী উপজেলার গুয়াগাছিয় গ্রামের সবুজ ফকিরের ছেলে মেহেদী হাসান। পরীক্ষা নিকটে আসায় দুই মাস মাসের জন্য ছেলেকে বিদ্যালয়ের বোডিংয়ে থেকে লেখাপড়া করাইতেছে। কিছু দিন র্পূবে গুয়াগাছিয় গ্রামে বিকাশের জাল টাকা দেওয়াকে কেন্দ্র করে মেহেদীর সাথে মাহবুব এর বাকবিতান্ড হয়। বিচারের প্রতিবাদে দুপুর ১ টায় ক্লাস বন্ধ করে স্কুল গেড়াও দিয়ে বিক্ষোভ মিছিল করে।
এর জের ধরে গত রোবার রাত আনুমানিক ১১টার দিকে ওই এলাকার সন্ত্রাসী বায়োজিদ বোডিংয়ে গিয়ে মেহেদীকে বলে তোর বাবা এসেছে, তুই নিচ তলায় আয়। মেহেদী তার কথামত নিচে নামিয়া দেখে তার বাবা নিচ তলায় নেই। বাবাকে না দেখিয়া মেহেদী পুনরায় উপরে চলে যাওয়ার সময় র্পূব পরিকল্পিত ভাবে আবু কালামের নেতৃত্বে বায়োজিদ, মাহবুব, ইয়াছিন ও আল-আমিন মিলে মেহেদীকে হত্যার উদ্দেশ্যে মুখে গামছা বেধেঁ বিদ্যালয়ের পরিত্যক্ত জায়গা নিয়ে মাথায় পিস্তল ডেকিয়ে এলোপাতারি হকিষ্টিক, কাঠের ডাসা দিয়ে পিটিয়ে রক্তাত জখম করে। এ সময় মেহেদী আত্মচিৎকারে তার সহপাঠিরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থৗ কমপ্লেক্সে মেহেদী ভর্তি রয়েছে।
এ ব্যাপারে গজারিয়া থানা কর্মকর্তা ইনর্চাজ মো. ইকবাল হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।