রংপুরের গঙ্গাচড়ায় সোসাইটি ফর সোসাল এণ্ড রুরাল ইয়থ সার্ভিস প্রকল্পের আয়োজনে সোমবার গজঘন্টা ইউনিয়নে ২শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গজঘন্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোসাইটি ফর সোসাল এণ্ড রুরাল ইয়থ সার্ভিস প্রকল্পের চেয়ারম্যান সোহেল আহমেদ। এ সময় প্রকল্প ইনচার্জ আবদুল রাজ্জাক, প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা, ফিল্ড সুপারভাইজার কামরুন্নাহার কবিতা, ইউনিয়ন সম্বনয়কারী আরমান হোসেন, গঙ্গাচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান লিজু, আলমবিদিতর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হারুন-অর-রশিদ প্রামানিক, গঙ্গাচড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবদুল আলীম প্রামানিক, বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন আহম্মেদ, জাতীয় সাইবার পার্টির সাংগঠনিক সম্পাদক একরামুল হক দিপু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজ উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ১০ কেজি, মশুর ডাল ১ কেজি, আটা ২ কেজি, সোয়াবিন তেল ২ কেজি, হুইল পাউডার ৫০০ গ্রাম। ত্রাণ বিতরণকালে প্রকল্প চেয়ারম্যান সোহেল আহমেদ বলেন, পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হবে।