উত্তরাঞ্চলের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম রংপুর উচ্চবিদ্যালয়ের ১০৬ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষক ও শিক্ষার্থী মিলে এ বর্ষপূতি উদযাপন করা হয়। বর্ষপূতি উদযাপন আলোচনায় প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মুযন আযাদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ও রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, প্রাক্তন শিক্ষার্থী ও রংপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লক্ষিন চন্দ্র দাস, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি। এ সময় উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিউল মহি, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সনুসহ প্রাক্তন বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরিচালনা করেন রংপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠানের ১০৬ তম বর্ষপূতি উদযাপন করা হয়।