আর্ত মানবতার সেবায় বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুরের অসহায়, দুস্থ শীতার্ত মানষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। করেন প্রধান আতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহামুদ বিপিএম। অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ সামসুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আমির আজম চৌধুরী বাবু, বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি রংপুর বিভাগীয় কমিটির সহসভাপতি কেএম রেজাউল করিম সরকার, বাপস রংপুর জেলা নীতিমালা কমিটির সদস্যসচিব বাবু দুলাল সরকার, মনি লাইব্রেরীর সত্বধিকারী মোশারফ হোসেন মনি সহ সমিতির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।