পঞ্চগড়ের বোদায় শীর্তাতদের মাঝে শীতবন্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বলরামহাট দ্বি-মুখী উচ্চবিদ্যালয় চত্বরে ৪০০ গরিব শীর্তাত মানুষদের মাঝে ৪০০ কম্বল বিতরণ করেন অনলাইল ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট’। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন বলরামহাট দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অক্ষয় কুমার রায়, সহকারী প্রধান শিক্ষক নিতাই চন্দ্র বর্মন, ইংরেজি শিক্ষক মো. আবদুল কাইয়ুম মিয়া, সহকারী শিক্ষক কাওসার আলীসহ শিক্ষকমন্ডলীবৃন্দ। দেশ ও বিদেশের প্রবাসীদের সমন্বয়ে অর্থ সংগ্রহ করে অসহায় দরিদ্র মানুষদের সহায়তা করা হচ্ছে বলে সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সূত্রে জানা গেছে।