চট্টগ্রামের হালিশহরে বিভিন্ন সমিতির গ্রাহকরা আতঙ্কে রয়েছেন। একের পর এক সমিতিগুলোর মালিকরা সদস্যদের জমানো টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রতিনিয়ত কোথাও না কোথাও মালিকরা সমিতির টাকা নিয়ে পালিয়ে যাওয়ার খবর মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। ইতোমধ্যে প্রায় দুই শতকোটি নিয়ে উধাও হয়েছেন একাধিক সমিতির মালিকপক্ষ। এমন খবরে গ্রাহকরা সমিতিগুলো থেকে টাকা উত্তোলন করার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। অভিযোগ উঠেছে- শহরের বুকে কিছু প্রভাবশালী ব্যক্তির ইন্ধনেই সমিতির নামে দেদারছে সুদের কারবার চললেও সংশ্লিষ্ট প্রশাসন নিরব।
স্থানীয় এলাকাবাসী জানায়, শহরের শিল্প কারখানা এবং প্রবাসীদের বসবাস হালিশহরেই বেশি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ব্যাঙ্গের ছাতার মতো কয়েক হাজার সমিতি গড়ে উঠেছে এখানে। হালিশহর বিশাল এলাকাজুড়ে। দক্ষিণ হালিশহর, মধ্য হালিশহর ও উত্তর হালিশহর। ঘনবসতিও রয়েছে ব্যাপক। পত্রিকায় চমকানো বিজ্ঞাপন দিয়ে সমিতির মালিকরা অফিসে সুন্দরী নারী নিয়োগ দেন। আর সেখানের সাজসজ্জা দেখিয়ে এসব সমিতির মালিকরা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণের নানা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকেই প্রবাসী স্বামীর অজান্তে ছেলে-মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে সমিতিগুলোতে টাকা জমা করছেন। জেলা গোয়েন্দা পুলিশের তথ্যমতে, হালিশহরে গত কয়েক বছরে শতাধিক সমিতির মালিকরা গ্রাহকের সেই সঞ্চয়ের টাকাগুলো নিয়ে হাওয়া হয়ে গেছে। যার পরিমাণ হবে অন্তত দুইশত কোটি টাকা। এখন সমিতির দায়িত্বরত কারও ঠিকানাও খুঁজে পাচ্ছেন না গ্রাহকেরা। এতে সবকিছু হারিয়ে অনেক গ্রাহক পথের ভিখারীও হয়েছেন। কারণ; সমিতিগুলো মালিকরা জেলা সমাজসেবা অফিস থেকে যাঁরা রেজিস্ট্রেশন নিয়েছেন তারা সমাজে সুদী ব্যবসায়ী হিসেবেও পরিচিত। পাড়া-মহল্লায় গড়ে উঠা নিবন্ধনহীন/নিবন্ধিত সমিতিগুলো গ্রাহকদের প্রতি লাখে ৫হাজার টাকার লাভ দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা জমা রেখেছেন। আবার কোনো কোনো সমিতির মালিকরা নিজের স্ত্রীকে সমিতির চেয়ারম্যান/সভাপতি করে গ্রাহকদের টাকা ভুয়া বিলের মাধ্যমে আত্মসাৎ করছেন।
সাম্প্রতিক সময়ে যে সকল সমিতির কর্মকর্তারা পালিয়েছেন তারা রাজনীতিক ছত্রছায়ায় আছেন বলেও অভিযোগ উঠেছে। এজন্য প্রতি লাখে ৫হাজার লাভ পাওয়াতো দূরের কথা আসল জমা টাকাও পাচ্ছেন না তারা। তবে সবচেয়ে সমিতির ফাঁদে পড়েছেন হাজার হাজার গার্মেন্টস শ্রমিক। যাদের রয়েছে দুঃখে ভরা জীবন। তারা অনেকটা সরল বিশ্বাসে টাকা রেখেছেন সমিতিতে। এখন চোখের পানি ছেড়ে দিয়ে টাকা পাওয়ার আশায় অন্যান্যের দ্বারে দ্বারে ঘুরছেন। আবার টাকা উদ্ধার করে দেওয়ার নাম করে একশ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত মানুষগুলো থেকে টাকা আদায় করছেন। এটিকে অনেকেই দুঃখজনক এবং নিন্দনীয় বললেও কে শুণে কার কথা। টাকা আত্মসাতের বহু ঘটনা ঘটছে প্রতিদিন। গ্রাহকরা অসহায় আর লুটপাটকারীরা ক্ষমতাবান মানুষ। এজন্য ভুক্তভোগীরা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। তাদের ভবিষ্যৎ যে অন্ধকারাচ্ছন্ন। সূত্র জানায়, গত ১৩ জানুয়ারি চট্টগ্রামের রূপসা উন্নয়ন ফাউন্ডেশনে ঢাকার গোয়েন্দা পুলিশের অভিযানে সাড়ে ৮ কোটি টাকা উদ্ধারের ঘটনায় শত শত শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ; জব্দকৃত ওই টাকা নিয়ে শেষ পর্যন্ত কী করা হবে, তাদের জমাকৃত টাকা আদৌ ফেরত পাবেন কিনা? এ ধরনের নানা প্রশ্ন নিয়ে রূপসা কার্যালয়ের সামনে ভিড় লেগেই আছে মানুষের। কিন্তু উত্তর দেওয়ার মানুষ নেই।
থানা পুলিশ তাদের আশ্বাস দিলেও তাতে নিশ্চিত হতে পারছেন না তারা। রূপসা কিং গ্রুপের একটি প্রতিষ্ঠান রূপসা উন্নয়ন ফাউন্ডেশন। শহরের ইপিজেড থানার চৌধুরী মার্কেটে এই প্রতিষ্ঠানের কার্যালয়। প্রতিষ্ঠানের মালিক চেয়ারম্যান মো. মুজিবুর রহমান এবং ভাইস চেয়ারম্যান মুছা হাওলাদার। ইপিজেড ও কেইপিজেডের বিভিন্ন কারখানার নিম্ন আয়ের শ্রমিক, ফুটপাতের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির স্বল্প আয়ের মানুষের কাছ থেকে ডিপিএস-এর নাম দিয়ে তারা বহুদিন থেকে আমানত সংগ্রহ করে আসছেন। ইপিজেড থানার ওসি মির নূরুল হুদা বলেন, রূপসা উন্নয়ন ফাউন্ডেশন ২০১৭ সালে ঢাকার ফকিরাপুলে একটি শাখা খুলেছিল। সেখানেও বহু গ্রাহক টাকা জমা রেখেছিলেন। টাকা না দিয়েই শাখাটি বন্ধ করে দেওয়া হয়। ঢাকার গোয়েন্দা পুলিশের অভিযানে আটককৃতরা হচ্ছেন রূপসা কিং গ্রুপের ভাইস চেয়ারম্যান মুসা হাওলাদার, পরিচালক গোলাম ফয়সাল এবং প্রকল্প পরিচালক রাসেল হাওলাদার। অভিযানের পর রাতেই ঢাকায় নিয়ে গেছেন তারা। আর জব্দকৃত ৮ কোটি ৪২ লাখ টাকা থানায় জমা রেখে যায়। আইনি পদক্ষেপে করণীয় নির্ধারিত হবে। পুলিশ জানায়, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে শত শত কোটি টাকা আমানত সংগ্রহ করে নিজেদের অন্য ব্যবসায় বিনিয়োগ করছেন তারা। গ্রাহকদের ফতুর করে এসব সমিতি নামক প্রতিষ্ঠান হালিশহরের নানা জায়গায় লাপাত্তাও হচ্ছে। পুলিশ খুঁজে পাচ্ছেনা পালিয়ে থাকা এই সকল সমিতির মালিকের ঠিকানা।
এর আগে ২০১৭ সালে হালিশহরের আই ব্লকের ৯নং লেইনে মোশারফ মিয়ার বাসার নিচে কর্মজীবী নামের একটি সমিতি গ্রাহকের প্রায় ১০লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যায়। এই সমিতির সভাপতি সামছুদ্দিন হাওলাদার রাতের বেলা অফিস বন্ধ করে পালিয়েছেন। তাঁর মোবাইল নাম্বারগুলো বন্ধ রয়েছে। তাঁর গ্রামের বাড়ি ভোলা জেলায়। এখানে চলতো নানা অপকর্মও। আই ব্লকের পরিবহন ব্যবসায়ী এবং মানবাধিকার কর্মী মোহাম্মদ হোসাইনের প্রায় দেড় লক্ষ টাকা টোপ দিয়ে নিয়েছিলেন সামছুদ্দিন। এই টাকা আদায়ের জন্য তিনি আই ব্লকের ১১নং লেইনে ভাড়া বাসায় বসবাসকারী তাঁর ভাই আলাউদ্দিনকে বারবার চাপ দেওয়া হলেও মোহাম্মদ হোসাইন টাকা পাচ্ছেন না। এভাবে আরও বহু মানুষ সামছুদ্দিনের নিকট টাকা জমা রেখেছিল। আজ তারা চোখে-মুখে ঘোর অন্ধকার দেখছেন। জেলা সমাজসেবা অধিদপ্তরের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, আমরা নিবন্ধিত সমিতি কিংবা মাল্টিপারপাসের কোনো অনিয়ম এবং দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করি। অন্যথায় আমাদের করার কিছুই নেই।