জামালপুর জেলায় অতিসম্প্রতি বিভিন্ন এলাকায় ব্যাপক হারে গরুচোরি বৃদ্ধি পাওয়ায় গত ২০ জানুয়ারি পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া ২টি গরুসহ ৪ জন গরু চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে জামালপুর সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে একের পর এক গোয়াল ঘর থেকে রাতে গরু চুরি হয়ে আসচ্ছিল। হঠাৎ এ ধরনে গরু চুরির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছিল সাধারণ কৃষকরা। এ ঘটনায় গরু চোর ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছিল। গত রোববার গভীর রাতে জামালপুর সদর থানা পুলিশের একাধিক দল ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের অভিযান চালায়। এ সময় চারজন গরুচোরকে গ্রেপ্তার করে দুইটি গরু উদ্ধার করে। পুলিশ ইসলামপুর উপজেলার টংগের আলগা গ্রামের আনোয়ার হোসেনের বাড়ি অভিযান চালিয়ে ২টি গরু উদ্ধার করে। জানাযায় গরু ২টি গত সপ্তাহে জামালপুর শহরের পাথালিয়া এলাকা থেকে চুরি হয়েছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন ইসলামপুর উপজেলার টংগের আলগা গ্রামের মৃত নায়েব আলীর ছেলে আনোয়ার হোসেন (৪১), একই উপজেলার সিরাজাবাদ এলাকার ইনছার আলীর ছেলে উজ্জ্বল আকন্দ (৩৬), দেওয়ানগঞ্জ উপজেলার ডালবাড়ী এলাকার মুছা মিয়ার ছেলে আবদুল লতিফ (২৮) ও জামালপুর সদর উপজেলার নান্দিনা চকবেলতৈল এলাকার আকবর আলীর ছেলে আসাদুল ইসলাম (৪০)। জামালপুর সদর থানার ওসি(তদন্ত)রাশেদুল ইসলাম জানায় এরা সবাই চিহ্নত গরু চোর।