সিলেটের লালাখাল চা-বাগান থেকে উদ্ধার একটি লজ্জাবতী বানর আজ সোমবার দুপুরে শ্রীমঙ্গলে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়েছে।
শ্রীমঙ্গল কালীঘাট ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার সিউধনি কুর্মী জানান, গতকাল লালাখাল চা-বাগানে ওঁর এক আতœীয় চান লোহারের বাড়ির সামনে স্হানীয় লোকজন লজ্জাবতী বানরটিকে আটক করে।
পরে চান লোহার লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গলে তার আতœীয় সিউধনী কুর্মীর কাছে নিয়ে আসেন। সিউধনী কুর্মী তখন শ্রীমঙ্গলে অবস্হিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। পরে ফাউন্ডেশনের পরিচালক সজল দেব লজ্জাবতী বানরটিকে বন্যপ্রাণী সেবাকেন্দ্রে নিয়ে যান।
সজল দেব জানান, লজ্জাবতী বানরটি এখন বন্যপ্রাণী সেবাকেন্দ্রে রয়েছে। সুবিধাজনক সময়ে এটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে অবমুক্ত করে দেওয়া হবে।