সিরাজদিখানে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেল ৫ টায় উপজেলার ইছাপুরা চৌরাস্তায় ৫শতাধিক দুস্থ্য ও অসহায় মানুষকে শীতবস্ত্র দিয়ে সহায়তা করেছেন তারা। মানবাধিকার উন্নয়ন কমিশনের জেলা শাখার সভাপতি এ.এন.এম হুমায়ুন কবির সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ মাহী বি চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার তুহিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. বদিউজ্জামান, মানবাধিকার উন্নয়ন জেলা শাখার উপদেষ্টা মো. আসাদুজ্জামান বাচ্চু, থানা অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন। মানবাধিকার মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সুখন চৌধুরীর সঞ্চালণায় আরো উপস্থিত ছিলেন মানবাধিকার মুন্সীগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মো. মোস্তফাসহ আরো অনেকে।