রাজশাহীর বাগমারার বড়বিহানালী গার্লস স্কুল এণ্ড কলেজের ছাত্রীর শ্লীলতাহানী সর্ম্পকে প্রকাশিত মিথ্যা সংবাদের বিষয়ে সাংবাদিক সম্মেলন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গলে সম্মেলনের আয়োজন করা হয়। সম্প্রতি স্থানীয় একটি দৈনিক পত্রিকায় বাগমারায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী শ্লীলতাহানীর অভিযোগে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদে যে সকল তথ্য উপস্থাপন করা হয়েছে তা সঠিক নয় বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন স্কুল কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজি শাফিউল আলম ও সহকারী প্রধান শিক্ষক জোনাব আলী মণ্ডল বলেন, তার বিদ্যালয়ে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। একটি মহল বিদ্যালয়ের মান ক্ষুন্ন করার জন্য মিথ্যা তথ্যর্ সরবরাহের জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। প্রকাশিত সংবাদে সহকারী শিক্ষক মোস্তফা সারোয়ার মিঠুর কথা বলা হয়েছে তা ঠিক ছিলনা। ওই দিন শিক্ষক বিশ্ব ইজতেমায় যোগ দেয়ার জন্য ঢাকায় অবস্থান করছিলেন। এছাড়াও যে শিক্ষার্থীর শ্লীলতাহানীর কথা বলা হয়েছে সেই শিক্ষার্থীর কোনো নাম বা ঠিকানা পাওয়া যায়নি। নির্যাতিত ছাত্রীর মৌখিক বা লিখিত কোনো অভিযোগও নেই।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজি শাফিউল আলম আরো বলেন, বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করার জন্য একটি পক্ষ অপপ্রচার শুরু করেছেন। যাঁরা সংবাদ কর্মীদের দিয়ে মিথ্যা তথ্য সরবরাহের মাধ্যমে বিদ্যালয় ও শিক্ষকের মান ক্ষুন্ন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য তিনি সাংবাদিক সম্মেলনে দাবি জানিয়েছেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটি যখন নারী শিক্ষা বিস্তার ও প্রসারে এগিয়ে যাচ্ছে তখনি এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজি শাফিউল আলম, সহকারী প্রধান শিক্ষক জোনাব আলী মন্ডল, সহকারী শিক্ষক মোস্তফা সারোয়ার, সাবেক ইউপি সদস্য ইয়াছিন আলীসহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ।
এ প্রসঙ্গে বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, পত্রিকায় সংবাদ দেখে সরজমিনে গিয়ে বিভিন্ন মহলের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালানো হয়েছে, প্রাথমিক তদন্তে কোনো সত্যতা পাওয়া যায়নি। পত্রিকায় ঘটনার যে দিনের কথা উল্লেখ রয়েছে এর একদিন আগ থেকে শিক্ষক মোস্তফা সারোয়ার মিঠু ইজতেমায় যোগ দেওয়ার জন্য ছুটিতে ছিলেন।