কুষ্টিয়ার দৌলতপুরে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে জালাল মালিথা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এ সমং তার কাছ থেকে ১৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শনিবার রাত পৌনে ১২ টার দিকে র্যাব উপজেলার চামনাই গ্রামে এ অভিযান চালায়।
সে উপজেলার চামনাই গ্রামের মৃত কাপতান মালিথার ছেলে।
র্যাব জানায়, গোপন খবর পেয়ে জালাল মালিথার বাড়িতে অভিযান চালিয়ে ১৫৫ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল ফোন এবং ০১টি সীমকার্ড সহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।