‘হে আল্লাহ, আমাদের গুনাহকে মাফ করে দেন। হে আল্লাহ, আপনিই আমাদের রব, আপনি আমাদের মালিক। হে আল্লাহ, সকল উম্মতের গুনাহকে মাফ করে দেন। হে আল্লাহ, আমাদেরকে ইমানের হাকিকত ও কামাল নসিব করে দেন। হে আল্লাহ, আমাদেরকে ইমানী জিন্দেগী নসিব করে দেন। হে আল্লাহ, ইমানের সঙ্গে মউত নসিব করে দেন। হে আল্লাহ, সারা জীবন যেন আপনার হাবিবের সুন্নতের উপর চলতে পারি সেই তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনার বন্দেগীওয়ালা জিন্দেগী আমাদের নসিব করে দেন। হে আল্লাহ, নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, আমাদের মাঝ থেকে গাফিলতি দূর করে দেন। হে আল্লাহ, আমাদের আখলাককে সুন্দর করে দেন। হে আল্লাহ, অন্তরের সব খারাবী দূর করে দেন। হে আল্লাহ, সকল মুসলমানের ইমান-আমল, জান-মাল, ইজ্জত-আব্রুকে হেফাজত করেন। হে আল্লাহ, দাওয়াতের কাজকে সারা দুনিয়ায় ছড়িয়ে দেন। হে আল্লাহ, সব ধরনের ফেতনা থেকে আমাদের হেফাজত করেন। হে আল্লাহ, বাতিলের সব রাস্তাকে বন্ধ করে দেন। হে আল্লাহ, হকের সব রাস্তাকে খুলে দেন। হে আল্লাহ, হক্ক ওয়ালাদের রহমত করেন। হে আল্লাহ, যাঁরা রোগে আক্রান্তদেরকে শেফা দান করেন। হে আল্লাহ, ইজতেমায় বয়ানকারী, শ্রোতা ও অংশগ্রহণকারী সবাইকে কবুল করেন। হে আল্লাহ, ইজতেমাকে সফল করার জন্য যতরকম কাজ করা হয়েছে সবগুলোকে আপনি কবুল করেন-এমন আকুতি-মিনতিপূর্ণ মোনাজাত করা হয়।
বিশ্বের মুসলমানদের নিরাপত্তা, মুক্তি এবং ইহ ও পারলৌকিক কল্যাণ কামনায় আকুতি-মিনতিপূর্ণ মোনাজাতের মধ্যদিয়ে রোববার শেষ হয়েছে তাবলিগ জামাতের ৬দিন ব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তথা এবারের বিশ্ব ইজতেমার ৫৫তম আসর।
গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে ‘আমীন, আল্লাহুম্মা আমীন’ ধ্বনিতে মধ্যাহ্নের আকাশ-বাতাস কাপিঁয়ে মহামহিম ও দয়াময় আল্ল¬াহ রাব্বুল আলামীনের দরবারে অপার করুণা ও অশেষ রহমত কামনা করেছেন দেশ-বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসলমান।
লাখো মানুষের কাঙ্খিত আখেরি মোনাজাত পরিচালনা করেন দিল্লি নিজামুদ্দিন মারকাযের মুরুব্বি মাওলানা জামশেদ।
বেলা ১১ টা ৪৯ মিনিট থেকে শুরু করে ১২ টা ০৬ মিনিট পর্যন্ত ১৭ মিনিট স্থায়ী আবেগঘন আখেরী মোনাজাতে অযুতকন্ঠে উচ্চারিত হয়েছে রাহমানুর রাহীম আল্লাহর মহত্ত্ব ও শ্রেষ্ঠত্ব। মনীব-ভৃত্য, ধনী-গরীর, নেতা-কর্মী নির্বিশেষে সকল শ্রেণি-পেশা-গোষ্ঠীর মানুষ পরওয়ারদেগার আল্লাহর দরবারে দু’হাত তুলে নিজ নিজ কৃতকর্মের জন্য নি:শর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। জনসমুদ্র থেকে মধ্যাহ্নের আকাশ কাপিয়ে ধ্বনি উঠে-হে আল্লাহ, হে আল্লাহ। মুঠোফোনে, রেডিও এবং স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাধে দেশ-বিদেশের আরো লাখ লাখ মানুষ এক সঙ্গে হাত তুলেছেন পরওয়ারদিগারের শাহী দরবারে। গুনাহগার, পাপী-তাপী বান্দা প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে কান্নায় বুক ভাসিয়েছেন। দেশের ৬৪ জেলার লাখ লাখ মুসল্লি ছাড়াও বিশ্বের ৫৯টি দেশের ৩হাজার ৪২৪ জন তাবলিগ অনুসারী মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।
সকাল থেকে দিক নির্দেশনামূলক বয়ানের পর লাখো মানুষের প্রতীক্ষার অবসান ঘটে বেলা ১১টা ৪৯ মিনিটে। জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে কিংবা বসে হাত তুলেন আল্লাহর দরবারে।
১৭ মিনিটের মোনাজাতে মাওলানা জামশেদ প্রথম ৫ মিনিট মূলত: পবিত্র কোরআনে বর্ণিত দোয়ার আয়াতগুলো উচ্চারণ করেন। শেষ ১২ মিনিট তিনি উর্দু ভাষায় দোয়া করেন।
মোনাজাতে মুসল্লি¬দের ঢল : রোববার আখেরি মোনাজাতে শরীক হতে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লি¬গণ টঙ্গী অভিমুখে ছুটতে থাকেন শনিবার থেকে। বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারীরা ছাড়াও কেবলমাত্র আখেরি মোনাজাতে শরীক হতে দূর-দূরান্ত থেকে মুসল্লি¬গণ বাস, ট্রাক, মিনিবাস, কার, মাইক্রোবাস, ট্রেনে করে টঙ্গীতে পৌঁছে অবস্থান নিতে শুরু করেন। রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার লোকজন ভিড় এড়াতে নানা ঝক্কি ঝামেলা উপেক্ষা করে রাতেই টঙ্গীমুখো হয়। রোববার ভোররাত ৪টা থেকে টঙ্গীমুখি সকল প্রকার যান চলাচল বন্ধ করে দেওয়ায় দীর্ঘ পথ হেঁটে টঙ্গী পৌঁছতে হয়েছে লাখ লাখ মানুষকে। কয়েক লাখ মানুষ রাতেই ইজতেমার মাঠ ও আশপাশের বাসা-বাড়ি, ভবন, ভবনের ছাদ এবং করিডোরে এমনকি গাছতলায় অবস্থান নিয়েছেন। রোববার ভোররাত থেকে যানবাহন শূন্য সড়ক-মহাসড়ক ও নদীপথে টুপি পাঞ্জাবি পরা মানুষের বাধঁভাঙ্গা জোয়ার শুরু হয়।
হেদায়েতী ও সমাপনী বয়ান : আখেরি মোনাজাতের পূর্বে দিল্লি নিজামুদ্দিন মারকাযের মুরুব্বি মাওলানা জামশেদ ইমান, আমল, নামাজ, তালিম, এলেম, জিকির ও দাওয়াতের গুরুত্ব তুলে ধরে দীর্ঘ বয়ান রাখেন। তিনি সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, নবি করিম (স.) আল্লাহর রাস্তায় বের হওয়ার গুরুত্ব বুঝাতে হাদিসের মাধ্যমে জানিয়েছে যে-‘আমি আল্লাহর রাস্তায় বের হবো, আর আমাকে শহিদ করে দেওয়া হবে, আমি আবারও আল্লাহর কাছে জীবন চাইব এবং আল্লাহর রাস্তায় শহিদ হয়ে যাবো।’এভাবে নবি করিম (স.) আল্লাহর রাস্তায় বেরিয়ে একবার দুইবার নয়, সাতবার শহিদ হওয়ার কথা বলেছেন। নবি করিম (স.) আকাক্সক্ষা ছিল যে আল্লাহর রাস্তায় বের হয়ে আমি শহিদ হয়ে যাই। তিনি আরও বলেন, আল্লাহর রাস্তায় যাঁরা বের হবে তাদের হাতে, পায়ে, গাঁয়ে অনেক ধুলাবালি লাগে এমনকি মুখ দিয়ে পেটে পর্যন্ত চলে যায়। নবি করিম (স.) বলেছেন, আল্লাহর রাস্তায় বেরিয়ে যাঁরা গাঁয়ে ধুলাবালি লাগায় তাদের দেহ জাহান্নাম তো দুরের কথা জাহান্নামের ধোঁয়া পর্যন্ত স্পর্শ করতে পারবে না। তিনি বলেন, আল্লাহর রাস্তায় বের হওয়া মানুষের হাতে, পায়ে ও জামা কাপড়ে লেগে যাওয়া ধুলাবালি ও ময়লা আল্লাহ তায়ালা বেহেশতে সুগন্ধি ও পাউডার হিসেবে ব্যবহার করবেন। তিনি আরও বলেন, আল্লাহর রাস্তায় বের হয়ে যাঁরা দোয়া করে তাদের দোয়া নবী-রাসুলদের দোয়ার মতো আল্লাহর কাছে কবুল হয়। তিনি বলেন, আল্লাহর রাস্তায় যাঁরা বের হয়, আল্লাহ তায়ালা নিজেই তাদের জিম্মাদারি নিয়ে নেন। তিনি আরও বলেন, আল্লাহর রাস্তায় বের হয়ে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য মত্ত থাকতে হবে এবং অন্যের সাথে যোগাযোগ রক্ষার জন্য মোবাইল ফোন ব্যবহার বন্ধ করে দিতে হবে। তিনি বলেন, আল্লাহর রাস্তায় বের হয়ে চিল্লার জামাতের আমীকে অনুসরণের প্রতি গুরুত্বারোপ করে বলেছেন, নবি করিম (স.) বলেন, আল্লাহর রাস্তায় দাওয়াতের কাজে বের হয়ে যাঁরা আমীরকে মেনে চলে, সে আমাকেই মেনে চলল। আর আমাকে মেনে চলা মানেই আল্লাহ তায়ালাকে মেনে চলা। আল্লাহকে মেনে চলা উম্মতগুলো আমার সাথেই বেহেশতে থাকবে।
দ্বিতীয় পর্বের মোনাজাতে যা বলা হল : দ্বিতীয় পর্বে দিল্লির নিজামুদ্দিন মারকাযের মুরুব্বি মাওলানা জামশেদ আখেরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিনি বলেন, হে আল্লাহ, আমাদের গুনাহকে মাফ করে দেন। হে আল্লাহ, আপনিই আমাদের রব, আপনি আমাদের মালিক। হে আল্লাহ, সকল উম্মতের গুনাহকে মাফ করে দেন। হে আল্লাহ, আমাদেরকে ইমানের হাকিকত ও কামাল নসিব করে দেন। হে আল্লাহ, আমাদেরকে ইমানী জিন্দেগী নসিব করে দেন। হে আল্লাহ, ইমানের সঙ্গে মউত নসিব করে দেন। হে আল্লাহ, সারা জীবন যেন আপনার হাবিবের সুন্নতের উপর চলতে পারি সেই তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনার বন্দেগীওয়ালা জিন্দেগী আমাদের নসিব করে দেন। হে আল্লাহ, নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, আমাদের মাঝ থেকে গাফিলতি দূর করে দেন। হে আল্লাহ, আমাদের আখলাককে সুন্দর করে দেন। হে আল্লাহ, অন্তরের সব খারাবী দূর করে দেন। হে আল্লাহ, সকল মুসলমানের ইমান-আমল, জান-মাল, ইজ্জত-আব্রুকে হেফাজত করেন। হে আল্লাহ, দাওয়াতের কাজকে সারা দুনিয়ায় ছড়িয়ে দেন। হে আল্লাহ, সব ধরনের ফেতনা থেকে আমাদের হেফাজত করেন। হে আল্লাহ, বাতিলের সব রাস্তাকে বন্ধ করে দেন। হে আল্লাহ, হকের সব রাস্তাকে খুলে দেন। হে আল্লাহ, হক্ক ওয়ালাদের রহমত করেন। হে আল্লাহ, যাঁরা রোগে আক্রান্তদেরকে শেফা দান করেন। হে আল্লাহ, ইজতেমায় বয়ানকারী, শ্রোতা ও অংশগ্রহণকারী সবাইকে কবুল করেন। হে আল্লাহ, ইজতেমাকে সফল করার জন্য যতরকম কাজ করা হয়েছে সবগুলোকে আপনি কবুল করেন।
মোনাজাতে ভিআইপিদের অংশগ্রহণ : ইজতেমার দ্বিতীয়পর্বে ধর্মপ্রাণ লাখো মুসল্লির সাথে আখেরি মোনাজাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম অংশ নেন।
ইজতেমার দ্বিতীয়পর্বে বিদেশি মেহমান: ইজতেমার দ্বিতীয়পর্বের আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী শাহ মো. মুহিবুল্লাহ জানান, আরবি ভাষাভাষী ৯৯ জন, উর্দু ভাষাভাষী ১ হাজার ৪০জন, ইংরেজি ভাষাভাষী ১হাজার ১৭২জনসহ ৫৯টি দেশের তাবলিগ জামাতের ৩ হাজার ৪২৪জন বিদেশি মেহমান দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশগ্রহণ করেন। তবে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সোমালিয়া, ইরান, থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়া থেকে অধিক পরিমাণ মেহমান এসেছেন বলে তিনি জানিয়েছে।
ইজতেমা ময়দানে আরও দুই মুসল্লিসহ দ্বিতীয় পর্বে মোট ৯ মুসল্লির মৃত্যু : টঙ্গীর ইজতেমা ময়দানে শনিবার বিকেল থেকে রোববার দুপুর পর্যন্ত আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন- নোয়াখালী জেলার হাতিয়া থানার আজিমনগর গ্রামের মৃত-মফিজুল ইসলামের ছেলে মনির উদ্দিন (৪০) ও গাইবান্দা জেলার গোবিন্দপুর থানার চাঁদপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে শাহ আলম (৫৫) মারা গেছেন।
এছাড়াও রংপুর জেলার পীরগঞ্জ থানার উসমানপুর গ্রামের মৃত. হাজি জয়নাল উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৬৫), ঝিনাইদহ সদর উপজেলার কালাহাট গোপালপুর গ্রামের আফম জহুরুল আলম (৬২), ঢাকার উত্তরা পশ্চিম থানার নলভোগ এলাকার ফজলু মিয়ার ছেলে ইলিয়াস মিয়া (৮৫), গাইবান্দা জেলার সাঘাটা থানার কামালেরপাড়া গ্রামের আলহাজ মো. আবুল কাশেমের ছেলে আলহাজ মো.আব্দুস সোবহান (৮০)।
এর আগে সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার চানপুর লক্ষ্মীপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে কাজি আলাউদ্দিন (৬৫), নরসিংদী জেলার বেলাব থানার বিরবাঘরের চন্দনপুর গ্রামের মৃত: আবদুর রহমানের ছেলে সুরুজ মিয়া (৬০) ও গাইবান্ধা জেলার ফুলছরি থানার টেংরাকান্দি গ্রামের রমযান আলীর ছেলে গোলজার হোসেন (৪০) মারা যান। এনিয়ে ইজতেমার দ্বিতীয় পর্বে ৯জন মুসল্লির মৃত্যু হলো। ময়দানের জিম্মাদার রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। এনিয়ে ময়দানে ইজতেমার দ্বিতীয় পর্বে ৯জন মুসল্লির মৃত্যু হলো।
মোনাজাত শেষে যাত্রাপথে ভোগান্তি: আখেরি মোনাজাত শেষ হওয়ার পরপরই বিভিন্ন স্থানে অবস্থান নেয়া মানুষ একযোগে নিজ নিজ গন্তব্যে ফেরার চেষ্টা করেন। মোনাজাত করতে আসা মানুষগুলো শুরু করে দেয় হুড়োহুড়ি এবং আগে যাওয়ার প্রতিযোগিতা। এতে টঙ্গীর আশেপাশের সড়ক-মহাসড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র জনজট ও যানজট। ফলে বাধ্য হয়েই ফের পায়ে হেঁটে রওনা দেন তারা।
ইজতেমায় মহিলাদের অংশগ্রহণ : বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে আগের তুলনায় মহিলাদের অংশগ্রহণ বেড়েছে। পুরুষদের পাশাপাশি বিভিন্ন বয়সী মহিলাকে মাইলের পর মাইল পায়ে হেঁটে টঙ্গী পৌঁছে মোনাজাতে অংশ গ্রহণ করতে দেখা গেছে। প্রচণ্ড ভিড়ে অনেক বেপর্দা মহিলার সমাগম কোনো কোন ক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতিও তৈরি করে।
পাহারা জামাতকে ময়দানে থাকার আহ্বান : ইজতেমার দ্বিতীয়পর্বের আখেরি মোনাজাত শেষ হওয়ার পরপর বয়ানমঞ্চ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ময়দানের চারপাশের গেটে দায়িত্বরত পাহারা জামাতের সাথীদের গেট পাহারায় থাকতে বলা হয়েছে। এছাড়াও ইস্তেমায়ী ছামানার জিম্মাদারদের স্বস্ব ক্ষেত্রে দায়িত্ব পালনেরও এলান ( ঘোষণা) দেওয়া হয়।
মাওলানা সা’দ অনুসারিদের ইজতেমার তারিখ ঘোষণা : আখেরি মোনাজাত শেষে মাওলানা সা’দ কান্ধলভী অনুসারীদের ইজতেমার তারিখও ঘোষণা করা হয়েছে।
বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির এঅংশের মুরুব্বি হারুন-অর-রশিদ জানান, আমরা আগামীতে দুইপর্বে ইজতেমা পালন করবো। বিশ্ব ইজতেমার প্রথমপর্ব আগামি ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর-২০২০ইং মাঝে চারদিন বিরতি দিয়ে ১, ২ ও ৩ জানুয়ারি-২০২১ইং অনুষ্ঠিত হবে। তার আগে চলতি বছরের ১৩-১৭ নভেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানের পাঁচ দিনব্যাপী জোড় অনুষ্ঠিত হবে।
২০২১ সালে শূরায়ী নেজামের দুই ধাপে বিশ্ব ইজতেমার ঘোষণা : আগামি ২০২১ সালে টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমা শূরায়ী নেজামের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। আখেরি মোনাজাতের পরপরই বয়ান মঞ্চের মাইকে তা ঘোষণা করা হয়। আগামি ৮, ৯, ১০ জানুয়ারি প্রথমপর্ব মাঝে ৪দিন বিরতি দিয়ে ১৫, ১৬, ১৭ জানুয়ারি-২০২১ইং দুইধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। আগামি ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর-২০২০ শূরায়ী নেজামের পাঁচ দিনের জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে।
২ হাজার ৫শ’ জামাত: ইজতেমা ময়দানের গণমাধ্যম সমন্বয়কারি মো. সায়েম বলেন, তাবলীগের শীর্ষ মুরুব্বিদের দিক-নির্দেশনা অনুযায়ী রোববার দুপুর পর্যন্ত ময়দান থেকে দেশি-বিদেশি প্রায় ২ হাজার ৫শ’ জামাত দেশ বিদেশের দাওয়াতি কাজে বেরিয়ে গেছেন। জামাতবন্দী হয়ে দ্বীনের দাওয়াতী মেহনতে দেশ-বিদেশে কাজ করবেন তারা।
ইজতেমা আয়োজক কমিটির সন্তোষ প্রকাশ: টঙ্গী বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলি শাহ মো. মুহিবুল্লাহ জানান, আলহামদুলিল্লাহ। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবারের ৫৫তম ইজতেমার দ্বিতীয়পর্বের সমাপ্তি হয়েছে। তবে তিনি ময়দানের সার্বিক নিরাপত্তা বিধানে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের ভূমিকায় আইনশংখলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সরকারের প্রতি ইজতেমা আয়োজক কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানিয়েছেন।