চট্টগ্রামের হালিশহর থানা মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সমবায় সমিতির ৭ বছরই কার্যক্রম চলছে অবৈধ কমিটি দিয়ে। বর্তমানে এই কমিটি বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি উঠছে জোরালোভাবে। তা ছাড়া একই সমিতিতে অর্থ আত্মসাৎ এবং নানা অনিয়মের পাশাপাশি সমিতি অফিসকে বাসায় পরিণত করে ব্যবহার করার অভিযোগ বহুদিনের। একপক্ষ আরেক পক্ষের ওপর দোষ চাপানোর ঘটনা চলছেই। এমন পরিস্থিতিতে সমিতির সাধারণ সদস্যরা চায় একটি স্বচ্ছ নির্বাচন।
স্থানীয় এলাকাবাসী জানায়, চট্টগ্রাম শহরের হালিশহর বিডিআর সিনেমা হল সংলগ্ন ওই সমিতির কার্যালয় অবস্থিত। বিগত ৭ বছর পূর্বে মুক্তিযোদ্ধা আনোয়ারকে সভাপতি এবং মুক্তিযোদ্ধা দুলালকে সাধারণ সম্পাদক করে এই সমিতির একটি কমিটি ঘোষণা করা হয়। এরপর সেই কমিটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক অনুমোদন দেওয়া হয়নি। কমিটির সাধারণ সম্পাদক দুলাল সমিতির অফিসকে বাসার মতো করে ব্যবহার করছেন। ওদিকে এই সমিতির সাইনবোর্ড ব্যবহার করে তারা সীতাকু-ে প্লট দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ সদস্যদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়াও ভুয়া খরচের বিল করে সমিতির নামের ব্যাংক হিসাব থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। গুঞ্জন উঠেছে- প্লট এবং সমিতির বিভিন্ন জন থেকে তারা সংঘবদ্ধভাবে প্রায় ২০লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এই টাকার হিসেব দিতে বলার কারণে একাধিক সাধারণ নিরীহ সদস্যকে তারা অপমানও করেছেন।
ফলে কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন সমিতির সদস্যরা। বিডিআর হলের আশপাশে চা দোকানে বসে মুক্তিযোদ্ধারা এমন কথাগুলো আলোচনা করছেন। অভিযোগের তীঁর নিক্ষেপ করছেন সমিতির সভাপতি এবং সম্পাদকের দিকে। আর এভাবে ৭বছর অতিবাহিত করে কমিটির বিতর্কিত নেতৃবৃন্দ দিব্যি আরামে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে সমালোচনার ঝড় বইছে এলাকায়। এতে কমিটির সদস্য এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকজন ক্ষোভ প্রকাশ করে দ্রুত সমিতির নির্বাচন ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন। এরইমধ্যে বিগত ২০১৯সালের ২১নভেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপ-পরিচালক শেখ মতিয়ার রহমান স্বাক্ষরিত একটি পত্র কার্যনির্বাহী কমিটি গঠন এবং আর্থিক অনিয়মের বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এডহক কমিটি গঠনের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের একটি তদন্ত কমিটি চলতি সপ্তাহে ওই সমিতি অফিস পরিদর্শন করার কথাও রয়েছে।
হালিশহর থানা মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সমবায় সমিতির সভাপতি আনোয়ার সাংবাদিকদের বলেন, সমিতিতে আর্থিক অনিয়ম হয়েছে সত্য। তবে আমরা সমিতির টাকা আত্মসাৎ করিনি। আমি নিজেই সমিতির পাওনা টাকা পরিশোধের চেষ্টায় আছি। কিন্তু সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাছির বেশি টাকা আত্মসাৎ করেছেন। আর বর্তমান কমিটির সাধারণ সম্পাদক দুলাল বিপদে পড়ে অসুস্থ হয়ে সমিতি অফিসে থাকেন। অন্যদিকে সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাছির নিজকে নির্দোষ দাবি করে বলেন, অবৈধ কমিটির সভাপতি আনোয়ার এবং সম্পাদক দুলালের কর্মকা- প্রশাসন কর্তৃক নিরপেক্ষ তদন্ত হলে তা থলের বিড়ালের মতো বের হয়ে আসবে।