সরকারী ভাবে বিনামূল্যে মালটা ও লেবু চাষের ওষুধ ও চারা বিতরণ করা হয়েছে। এই উপলক্ষে রোববার সকালে আদমদীঘি উপজেলা কৃষি অফিসের মাধ্যমে উপজেলার ৩০ জন কৃষকের মাঝে মালটা ও লেবুর প্রায় দুই হাজার গাছের চারা বিতরণ করেন আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী। এ সময় উপস্থিত ছিলেন, আদমদীঘি সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসাইন, কৃষি অফিসের সাইফুল ইসলাম, আবদুল কুদ্দুস, মিজানুর রহমান, ইউপি সদস্য বেলাল হোসেন, কৃষক রুহুল আমিন সহ কৃষকবৃন্দ।