গাইবান্ধার গোবিন্দগঞ্জের জগনাথপুর দাখিল মাদ্রাসার অবৈধভাবে গঠিত ম্যানেজিং কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন এর প্রতিবাদে বৈধ ম্যানেজিং কমিটি সংবাদ সম্মেলন করেছে।
গত ১৮ জানুয়ারি ২০২০ ইং শনিবার বিকেল ৪ টায় গাইবান্ধা জেলার বৃহত্তর সামাজিক সংগঠন গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেছেন, অত্র জগনাথপুর দাখিল মাদ্রাসার নির্বাচন বিধি মোতাবেক সুপারের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃঞ্চ বর্মন গত ২১/০৮/২০১৯ ইং তারিখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্বাচন পরিচালনার জন্য প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ করেন। সেই আলোকে প্রিজাইডিং কর্মকর্তা গত ২৫/০৮/২০১৯ ইং তারিখে নির্বাচনি তফসিল ঘোষণা করেন। তফশীলে প্রিজাইডিং অফিসারের কার্যালয়ে ১ , ২ ও ৩ সেপ্টেম্বর/২০১৯ ইং তারিখ সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহণ ও জমাদান, ৪ সেপ্টেম্বর/২০১৯ ইং তারিখে বেলা ১১ টায় মনোনয়নপত্র যাচাই বাছাই, ৫ সেপ্টেম্বর/২০১৯ ইং তারিখ মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ১৮ সেপ্টেম্বর/২০১৯ ইং সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত মাদ্রাসায় ভোট গ্রহণের তারিখ উল্লেখ করেন।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনি বিধি মোতাবেক ক্যাটাগরি ভিত্তিক স্ব-স্ব পদের অতিরিক্ত মনোনয়নপত্র না থাকায় প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনর রশিদ নিয়মিত ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে বিনা প্রতিদন্দিতায় ৯ জনকে নির্বাচিত ঘোষণা করেন। এরই প্রেক্ষিতে গত ৩০ অক্টোম্বর ২০১৯ ইং তারিখে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ঢাকার রেজিষ্টার প্রজ্ঞাপনের মাধ্যমে ম্যানেজিং কমিটির সভাপতি মো. নুরুল ইসলামকে মনোনয়ন সহ ১ম সভা অনুষ্টানের তারিখ হতে পরবর্তী ২ বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট বোর্ড কর্তৃক অনুমোদন করেন।
অপরদিকে তিনি আরও বলেন, আমি নির্বাচিত হওয়ার পরহতে ওই মাদরাসা সুষ্ট ভাবে পরিচালনা ও শিক্ষার পরিবেশ তৈরি করতে চেষ্টা চালিয়ে আসছি। এ দিকে একটি স্বার্থান্বেষী মহল হীনস্বার্থ হাসিল ও শিক্ষার পরিবেশ নষ্ট সহ ম্যানেজিং কমিটি অবৈধ বলে কু-চক্রী মহল মোতাহারুল ইসলাম, শামীম সরকার, আশরাফুল ইসলাম, শফিকুল আলম রিজু সহ ভাড়াটিয়া লোকজন নিয়ে পূর্নরায় নির্বাচনের দাবীতে মিথ্যা সংবাদ পরিবেশন, তথাকথিত মানববন্ধন করেছেনে। এরা সমাজের অসামাজিক মানুষ। আমি এই সংবাদ সম্মেলন থেকে তাদের এই ঘৃন তৎপরতার নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি এবং ওই মাদরাসা যাতে সুষ্ট ও সুন্দর ভাবে পরিচালনা এবং শিক্ষার সুষ্ট পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন সভাপতি নুরুল ইসলাম।